শুভাশিষ মণ্ডল: ট্রাফিক হোম গার্ডের হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র ডাক্তার। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের এক হোম গার্ড শেখ বাবুলাল (৩৫) তাঁর এক আত্মীয়াকে নিয়ে  হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন। তাঁর সঙ্গে আরও ১০ থেকে ১২ জন ছিলেন। 

Add Zee News as a Preferred Source

ওই বিভাগে তখন ডিউটি করছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার। ওই ডাক্তার যখন হোম গার্ডের আত্মীয়াকে পরীক্ষার পর অন্য রোগী দেখছিলেন তখন ওই ট্রাফিক হোম গার্ড পুনরায় তাঁর আত্নীয়াকে দেখতে বলেন। ওই চিকিৎসক জানান, তিনি দেখেছেন। এরপর অন্য আরেকজন চিকিৎসক দেখবেন। এই মুহূর্তে আপনার রোগী ঠিক আছে৷ এই নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেইসময়ই ওই হোম গার্ড দলবল নিয়ে ডাক্তারের উপর চড়াও হন।  

নিজেকে পুলিস অফিসার ও পার্টির নেতা বলে পরিচয় দিয়ে ওই মহিলা জুনিয়র ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁর হাত মুচকে দেয়। ঘাড়ে ঘুষি মারে। এমনকি রাস্তায় বেরোলে তাঁকে প্রাণে মেরে ফেলারও  হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই ডাক্তার। তখন ওয়ার্ডের মধ্যে অন্যান্য নার্স এবং আয়ারা ছুটে এসে ওই ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন। 

এই ঘটনায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ডাক্তার। ঘটনার কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর আরও  অভিযোগ, যখন তাঁকে নিগ্রহ করা হচ্ছিল সেই সময় ওয়ার্ডের আশপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। ফলে তাদের হামলা করতে সুবিধা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত হোম গার্ড সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।

আরও পড়ুন. RG Kar Sanjay Roy: আলমারির ভিতর ভয়ংকর অবস্থায় মিলল ১১-র নাবালিকাকে! আরজি করের আসামী সঞ্জয় রায়ের পরিবারে হাড়হিম ঘটনা…

আরও পড়ুন, Durgapur Incident: ‘চিৎকার করলে আরও পুরুষ ডাকব, তারাও করবে, আমাদের করতে দাও!’ দুর্গাপুর কাণ্ডে ভয়ংকর ‘১৮০° মোড়’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version