জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসেছে ভারত। প্রথম ম্যাচেই ( IND vs AUS, 1st ODI) যদিও মুখ থুবড়ে পড়েছিল নীল জার্সিধারীরা। গত রবিবার বৃষ্টিবিঘ্নিত পারথের ওপটাস স্টেডিয়ামে শন মার্শের অস্ট্রেলিয়া ৭ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে! ওডিআই অধিনায়ক হিসেবে অভিষেক একেবারেই সুখকর হয়নি শুভমন গিলেরও (Shubman Gill)! 

Add Zee News as a Preferred Source

ভিডিয়ো ভাইরাল

পারথ ছেড়ে দ্বিতীয় ওডিআই খেলতে, অ্যাডিলেডে পা রেখেও শুভমনের বিচিত্র অভিজ্ঞতা হল। ২০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে শুভমন শান্তি পেলেন না। ভারতের নয়ানিযুক্ত অধিনায়ক অ্যাডিলেডের রাস্তায় হাঁটতে বেরিয়ে ছিলেন। আচমকাই এক সমর্থক এসে শুভমনের সঙ্গে করমর্দন করেন, এরপরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে হাত মুষ্ঠিবদ্ধ করে জয়ের ইঙ্গিত করেন। শুভমন খানিক হকচকিয়ে যান ঠিকই, তবে পরে ঠান্ডা মাথায় শত্রুদেশের ভক্তের হাত ছাড়িয়ে হেঁটে বেরিয়ে যান। আর এই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।  

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে ‘ন্যাশনাল ক্রাশ’ স্মৃতি মন্ধানা, বলিউডের হেভিওয়েটের জন্যই ভাঙলেন বাকিদের হৃদয়…

করমর্দন বিতর্ক

সম্প্রতি এশিয়া কাপে পরপর তিন রবিরার ভারত-পাকিস্তান খেলেছিল। গ্রুপ পর্যায় থেকে সুপার ফোর হয়ে ফাইনাল। প্রতিবারই পাকিস্তানের কান মুলে ক্রিকেট শিখিয়েছিল ভারত। আটারি-ওয়াগার ক্রিকেটীয় লড়াই ‘মাদার অফ অল ব্যাটল’-এর তকমা পেয়েছে অনেক আগেই। টসের সময়ে বা খেলার পরে পাকিস্তানের সঙ্গে ভারত প্রথামাফিক করমর্দন না করায় বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে ছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত আমাদের দলীয় বিষয়। আমরা এখানে কেবল খেলতেই এসেছিলাম। আমরা মাঠে তাদের উত্তর দিয়েছি। দেখুন কিছু জিনিস স্পোর্টসম্যানশিপের বাইরে থাকে। আমরা এই জয় আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি যাঁরা ‘অপারেশন সিদুঁর’-এ অংশ নিয়েছিল। পহেলগাঁও সন্ত্রাসবাসী হামলার শিকার হয়েছে যে পরিবারগুলি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।’

আরও পড়ুন: ‘রাখতে পারলাম না’! সদ্যোজাতের মুঠোয় বাবার আঙুল! মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ স্টার অলরাউন্ডার

দুধের স্বাদ ঘোলে

সম্ভবত এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ভারতের বদলা নিয়েছেন ওই সমর্থক। তিনি হয়তো শুভমনের সঙ্গে করমর্দন করে এটাই বোঝাতে চেয়েছিলেন যে, এশিয়া কাপে ভারত অধিনায়ক যে কাজ করেননি, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুভমনকে দিয়ে তিনি সেই কাজই করিয়ে নিলেন। কথায় বলে অবোধের গোবধে আনন্দ। ওই সমর্থকেরও দুধের স্বাদ ঘোলে মিটিয়ে তেমনই তৃপ্তি হয়েছিল মনে হয়!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version