অয়ন শর্মা: খাস কলকাতায় ডেঙ্গির থাবা! চার বছরের শিশুর মৃত্যু। বেশ কয়েক ধরেই জ্বরে ভুগছিল সে। রক্ত পরীক্ষায় ডেঙ্গির ধরা পড়েছিল বলে খবর।  পুরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য় মুখে কুলুপ এঁটেছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: SIR in Bengal: SIR ঘোষণা হতেই নাম খোঁজার হিড়িক, ১ কোটির চাপে শেষে কমিশনের সাইটই…

জানা গিয়েছে, মৃতের নাম  অদৃশা পোদ্দার। বাড়ি, কলকাতা পুরসভার  ১১ নম্বর ওয়ার্ডের বড়তলা অঞ্চলে। গত ২০ অক্টোবর থেকে হঠাত্‍ জ্বর আসে। সেই জ্বর অবশ্য় কমেও গিয়েছিল। পরে ফের অসুস্থ হয়ে পড়লে, অদৃশাকে ভর্তি করা হয় বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে প্লেটলেট কাউন্ট ছিল ১ লক্ষ ৮০ হাজার। সন্ধ্য়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর তড়িঘড়ি অদৃশাকে ভর্তি করা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।

গতকাল, বুধবার দুপুরে মৃত্যু হয় ওই শিশুর। কী কারণে মৃত্যু? হাসপাতাল তরফে তা জানানো হয়নি। পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অদৃশার ডেঙ্গি রিপোর্ট পজিটিভি ছিল। তারজেরেই মৃত্যু। খোদ মেয়র পারিষদ অতীন ঘোষের এলাকার বাসিন্দা ছিল সে।

আরও পড়ুন:  SIR in Bengal: কলকাতাতেও SIR বিতর্ক! ২০০২-এ নাম নেই বাবা, মা-সহ নিজেরও! জিজ্ঞাসা করতেই পালটা যুক্তি BLO-র…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version