Baruipur Incident : দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া বারুইপুরে (Baruipur)! প্রাক্তন নৌসেনা কর্মীকে খুনের পর মৃতদেহ করাত দিয়ে কেটে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও ছেলের (Wife And Son Arrest) বিরুদ্ধে।
হাইলাইটস
- দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া এবার বারুইপুরে
- প্রাক্তন নৌসেনা কর্মীর দেহ 6 টুকরো করে শ্রীঘরে স্ত্রী-পুত্র
- অভিযোগ, ঝামেলা হওয়ার সময়ই শ্বাসরোধ করে বাবাকে খুন করে ছেলে
কী ভাবে খুন করা হয়েছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করাত দিয়ে কেটে মৃতদেহটিকে ছয় টুকরো করা হয়েছিল। তবে মৃতদেহের বাকি অংশ পাওয়া গেলেও, কোমর ও পা এখনও পাওয়া যায়নি। ধৃত যুবককে সঙ্গে নিয়েই পুলিশ মৃতদেহের বাকি অংশগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে। যদিও বাবাকে খুন করার নেপথ্যে কী কারণ ছিল? তা জেরায় পুলিশকে জয় জানিয়েছে, পরীক্ষার ফি দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাধে বাবা ও ছেলের মধ্যে। বাবার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ তিন হাজার টাকা চেয়েছিল জয় চক্রবর্তী। সেই সময় মদ্যপ অবস্থায় উজ্জ্বলবাবু ছেলেকে মারধর করেন। বাবাকে পালটা ধাক্কা দেয় ছেলে জয়। তাতেই উজ্জ্বলবাবু পড়ে গেলে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। এরপরই মৃতদেহ লোপাটের পরিকল্পনা করে মা ও ছেলে। বাড়িতেই থাকা করাত দিয়ে মৃতদেহ ছয় টুকরো করা হয়। তারপর সেগুলি বস্তাবন্দি করে সাইকেলে চাপিয়ে দেহের বিভিন্ন অংশ নানান জায়গায় ফেলে আসে বলে অভিযোগ।
নিখোঁজ ডায়েরি
ঘটনা ঘটার পরের দিন ১৫ তারিখ ভোরবেলা মিসিং ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ১৪ নভেম্বর থেকে মিসিং উজ্জ্বলবাবু। জানা যায়, আগে নৌসেনা বাহিনীতে কর্মরত থাকলেও, পরে তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন। সেখান থেকে প্রতিদিন বাড়ি ফিরে আবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যেতেন মদ্যপান করতে। গত ১৪ নভেম্বরও বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পাশাপাশি প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে কিছুদিন আগে অশান্তিও হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হয়েছিল।
তবে ঘটনার মোড় ঘোরে বৃহস্পতিবার রাতে যখন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় কিছু দেহাংশ পাওয়া যায়। জানা যায় সেগুলি বছর চুয়ান্নর নিখোঁজ নৌসেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তীর। তাঁর মুখ প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। তবে শ্রদ্ধা ওয়ালকার কাণ্ডের সঙ্গে এর পার্থক্য হল, তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে প্রেমিক তথা লিভ ইন পার্টনারকে। আর এক্ষেত্রে স্বামীকে খুনে গ্রেফতার স্ত্রী এবং ছেলেও।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ