সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) DA মেটানোর ক্ষেত্রে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করল রাজ্য এবং কর্মী সংগঠন। ৭ ডিসেম্বর বেলা তিনটায় হাইকোর্টে এই আদালত অবমাননা মামলার শুনানি হতে চলেছে। উল্লেখ্য, ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে DA মামলা। জানা যাচ্ছে, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে পারে। এদিকে ৩০ তারিখ অর্থাৎ বুধবার DA নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে। এর আগে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেছিলেন, এই মামলা হাইকোর্টে উঠলে সেদিনই সরকারি আইনজীবী হয়তো জানিয়ে দেবেন সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে।

DA West Bengal Latest Update: ‘আমরা DA দেব…’, রাজ্য সরকারি কর্মীদের আশ্বাস মন্ত্রীর
প্রসঙ্গত, এই বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA তিন মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এই মামলার প্রেক্ষিতে পুর্নবিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। কিন্তু, তা খারিজ হয়ে যায়। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট করে দেওয়া সময় তিন মাসের মধ্যে DA না মেটানোর কারণে আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারি সংগঠন।

DA News : হল না শুনানি, ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলা
এদিকে ইতিমধ্যেই এই মামলায় সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেক্ষেত্রে আদালত অবমাননা মামলার শুনানি যাতে পিছিয়ে যায় সেজন্য রাজ্য এবং কর্মী সংগঠন আবেদন জানিয়েছে। অন্যদিকে, বকেয়া DA মেটানোর দাবিতে ক্ষোভের মুখে পড়েছে রাজ্য। সরকারি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। সরকারের অবস্থানের তীব্র নিন্দা করেছে BJP-ও। এই প্রেক্ষাপটে অবশ্য আশার কথা শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।

DA News West Bengal 2022 : ডিএ-দাবি অন্যায্য নয়, মন্ত্রীর আশ্বাস পুলিশকে
তিনি এই সময় ডিজিটাল-কে বলেন, সরকারি কর্মচারিদের কোনও অবহেলা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। আমাদের সরকার কখনও বলেনি সরকারি কর্মীদের DA দেবে না। কিন্তু, অর্থনৈতিক অবরোধ করছে কেন্দ্র। রাজ্যকে প্রাপ্য এক লাখ ১৮ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা DA দেব। কখনও বলিনি DA দেব না। রাজ্যেকে বকেয়া মিটিয়ে দিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমরা সেই পথেই চলছি। DA-র বিষয়টি আমরা সহানুভূতির সঙ্গে দেখছি।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version