সলমান খান (Salman Khan) সবসময় কালো রঙের থ্রি পিস স্যুট অথবা ব্লেজার কিংবা জিনস টি-শার্ট পরতে ভালোবাসেন। সলমান খানের ফার্স্ট চয়েস নিঃসন্দেহে কালো রঙের পোশাক (Black Colour Dress)। কিন্তু এদিন ব্ল্যাককে ডিচ করলেন ভাইজান। IIFA-র প্রেস কনফারেন্সের জন্যে সলমান বেছে নিলেন সবুজ রং। পিন স্টাইপ স্যুটের সঙ্গে সবুজ সলিড কালার সিল্কের শার্ট। ভাইজানের চলন বলন সবটাই ছিল একেবারে অন্যরকম। দেখুন সেই ভিডিয়ো (Entertainment Video)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version