West Bengal Local News গত শনিবার কাঁথিতে পা রেখেই ‘বেইমানি’র তত্ব খাড়া করে নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মেদিনীপুরের মাটিকে ‘বেইমান মুক্ত’ করার তাগিদে দলীয় কর্মীদের কর্মসূচি নির্ধারণ করে দিয়ে এসেছিলেন। সেইমতো বুধবার বিরোধী দলনেতার গড়ে নতুন কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আদতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পঞ্চায়েতের আগের তাঁর নিজের বৃত্তেই কোণঠাসা করতে তৎপর তৃণমূল বলে ধারণা রাজনৈতিক মহলে।

Kunal Ghosh : হলদিয়ার ২ গ্রামে আজও আসেনি বিদ্যুৎ! জনসংযোগে গিয়ে অবাক কুণাল ঘোষ
নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে ‘বেইমান মুক্ত নন্দীগ্রাম’ কর্মসূচী কার্যকর হয়। বুধবার বিকেল নন্দীগ্রাম বাজার লাগোয়া জানকীনাথ মন্দিরের সামনের মাঠে এই সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ‍্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), দলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষকান্তি ভূঁইয়া, সভাপতি সৌমেন মহাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন সভায়।

 

Suvendu Adhikari : অভিষেকের বাবাকে নিয়ে মন্তব্য, শুভেন্দুকে আলিপুর কোর্টে হাজিরার নির্দেশ
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বাংলাকে বঞ্চনা করে চলেছে। বাংলার মানুষের সঙ্গে বেইমানি করে চলেছে। রাজ্য সরকারের কেন্দ্রের কাছে বকেয়া টাকা বন্ধ করে দেওয়ার চেস্টা করে চলেছে তাই আমরা ‘বেইমান মুক্ত’ করার কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচিতে সকলকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।” রাজনৈতিক মহলের ধারণা, দলের সঙ্গে বেইমানি করার বিষয় থেকেও রাজ্যের জনসাধারণের সঙ্গে দ্বিচারিতা করার অভিযোগেই শুভেন্দুকে বিদ্ধ করার প্রয়াস তৃণমূলের। জেলায় জেলায় একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক প্রকল্পের আর্থিক অনুদান বন্ধ রয়েছে। সেই অনুদান রাজ্যে ঢুকতে বাধা প্রদান করছে রাজ্যের কিছু বিরোধী নেতা – সেই বার্তা শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও। এটা যে আদতে রাজ্যের মানুষের সঙ্গে ‘বেইমানি’ সেই দাবি তুলে বিরোধী দলনেতাকে আক্রমণ চালাতে চাইছে তৃণমূল।

Abhishek Banerjee : ‘কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী’-র পালটা ‘RAC বিরোধী দলনেতা’, কাঁথিতে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের
উলেখ্য, গত ৩ রা ডিসেম্বর কাঁথিতে সভা করতে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avisek Banerjee) ঘোষণা করেছিলেন, বাংলা তথা মেদিনীপুরকে যাঁরা বা যে অপমানিত করে চলেছে তার প্রতিবাদ জানাতে মেদিনীপুরের মানুষকে একজোট হয়ে লড়াই করতে হবে। ‘বেইমান মুক্ত’ কর্মসূচির মাধ্যমে জেলার ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায় সভা করতে হবে। সেই ঘোষনার পর বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার নন্দীগ্রাম -১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘বেইমান মুক্ত নন্দীগ্রাম’ পালন করা হয়। এদিন BJP ও CPIM থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version