জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিপিএমকে ২০০৮ সালে যদি পঞ্চায়েত ভোটে হারানো যায় তাহলে ২০২৩ সালেও বিরোধীদের হারানো সম্ভব। রানাঘাটের সভা থেকে ভোকাল টনিকে দলের সমর্থকদের চাঙ্গা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে সাফ জানিয়ে দিলেন কোনও রকম হিংসার স্থান নেই। শান্তিপূর্ণ ভোট হবে, সব দায়িত্ব তাঁর। পাশাপাশি দলে শুদ্ধিকরণেরও সাফ বার্তা দিয়ে দিলেন অভিষেক।

আরও পড়ুন-শিয়রে মেগা ফাইনাল, প্রিয় ছাত্র লিও-কে আবেগ জড়ানো খোলা চিঠি লিখলেন তাঁর দিদিমণি 

শনিবার রানাঘাটের সভায় অভিষেক প্রশ্ন করেন, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, কর্মাধক্ষ্য যারা রয়েছেন তাদের কাজে আপনারা খুশি? মঞ্চে যেসব নেতা বসে রয়েছেন তাদের দেখার দরকার নেই। আমার দিকে তাকিয়ে বলুন। বিকেল ফিরে গেলে কে আপনাদের ধরবে তা ভাবার দরকার নেই। আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার। মঞ্চে যারা বসে রয়েছেন তাদের প্রতি আমি বলল ২০০৮ সালে যদি সিপিএমের লাল চোখকে উপেক্ষা করে আমরা পঞ্চায়েত ভোটে জিততে পারি তাহলে ২০২২ সালে আমরা কেন শান্তিপূর্ণ ভোট করে ১৮৭টা গ্রাম পঞ্চায়েত জিতব না? ভোট শান্তিপূর্ণ হবে। ভোট অবাধ হবে। ভোট গণতান্ত্রিক হবে, এই দায়িত্ব আমার। কথা দিয়ে যাচ্ছি।

দলের নেতাদের উদ্দেশ্যে, অভিষেকের হুঁশিয়ারি, যদি কেউ ভাবে গায়ের জোরে ভোট করব, গাজোয়ারি করব, গুন্ডামি, মস্তানি করব তাহলে তাদের ১ ঘণ্টার মধ্যে দল থেকে বের করব। আর ২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে বলব তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমি কথা গিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা কথা কি দেবেন? শোধরানোর একটা সুযোগ আপনারা তৃণমূল কংগ্রসেকে দেবেন? পার্টি সভাপতি করেছে দেবাশিস গঙ্গোপাধ্যায়কে। এটাই নতুন তৃণমূল। কোনও দাদাকে ধরে, মুখ দেখিয়ে সভাপতি হয়নি। ভালো কাজ যে করব, পার্টি তাকে খুঁজে নেবে। সম্মান দিয়ে পদে বসাবে। এটাই নতুন তৃণমূল। আর যারা ২০২১ সালে পার্টির সঙ্গে বেইমানি করেছেন তাদের সবার হিসেব আমরা কাছে আছে। কড়ায় গন্ডায় চোকাব। 

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সমর্থকদের জন্য একটি সুযোগ তুলে দিলেন অভিষেক। তিনি বলেন, আপনার এলাকায় পঞ্চায়েতে কাকে দাঁড় করাতে চান তা আমাকে জানান। আপনাদের মতামত ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে ফোন করে বলুন। আপনার এলাকায় যদি এমন কোনও মানুষ থাকেন যাকে দাঁড় করালে মানুষ উপকৃত হবেন তাহলেতার নাম আমাকে বলুন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version