প্রযোজক জ্যাকি ভগনানির (Jackky Bhagnani) জন্মদিনও ছিল ২৫ ডিসেম্বর। সন্ধেবেলা বসেছিল এলাহি পার্টির আসর। আর সেখানে খুব স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন তাঁর লেডি লাভ রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)। ফটোগ্রাফারদের আবদার মিটিয়ে যুগলে এসে দাঁড়ালেন ক্যামেরার সামনে। কিন্তু এ কী! এক ফটোগ্রাফার রাকুলকে ডেকে ফেললেন জ্যাকি ম্যাম বলে। তারপর কী হল? দেখে নিন…