West Bengal News: বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের কেরানিপাড়া এলাকায় এক আজব ঘটনা ঘটেছে। চোর সন্দেহে এক যুবককে পোস্টে বেঁধে উত্তম মধ্যম চলে উত্তেজিত জনতার। স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরি করে পালাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরেছেন। যুবককে ধরে পোস্টে বাঁধা মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষে স্থানীয় এক ব্যক্তির হস্তক্ষেপে তাঁকে মারধর করা বন্ধ হয়ে। শেষেমেশ তাঁকে পুলিশের (Police Case) হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকা ছিঁচকে চোরের উৎপাত বেড়েছিল। এমনকী বিভিন্ন দোকানের বাইরে মাল বোঝাই পিচবোর্ডের তৈরি কার্টন উধাও হয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় দোকনদাররা। এক শ্রেণির নেশাগ্রস্ত যুবক এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছিলেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার থানায় জানানো হলেও কোনও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Border Security Force : অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, BSF-এর হাতে আটক ২ বাংলাদেশি
বুধবার উত্তম গোয়ালা নামের ওই যুবককে হাতেনাতে ধরেন স্থানীয় এক দোকানদার। তাঁকে কেরানিপাড়ার মাঠে গোলপোস্টের সঙ্গে বেঁধে মারধর করতে শুরু করে এলাকার সাধারণ মানুষ। তখনই স্থানীয় অভিজিৎ সরকার নামে এক সমাজসেবী সেখানে এসে ওই যুবককে রক্ষা করেন। তাঁকে জল খাওয়ানোর ব্যবস্থা করেন। এরপরই কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার পুলিশ এসে উত্তমকে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক আগেও একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল। চুরির কথা নিজেও স্বীকার করে নিয়েছে।

Trinamool Congress : তৃণমূল নেত্রীর রহস্যমৃত্যু, যথাযথ তদন্তের দাবি শাসকদলের
অভিযুক্ত উত্তম গোয়ালা বলেন, “আমাকে ছেড়ে দাও আমি বাড়ি চলে যাব। আমি একটা কার্টন চুরি করেছি। ভিতরে কী ছিল না। আমি ভুল করেছি, আর করব না কোনও দিন। আমার বাড়ি ফাটাপুকুরের। আমি আর কোনও দিন জলপাইগুড়ি আসব না আমার ভুল হয়েছে গিয়েছে।” স্থানীয় অভিজিৎ সরকার নামের সমাজসেবী বলেন, “এই মহান ব্যক্তি মাঝে মাঝে এখানে আসে আর চুরি করে। আগেও একাধিকবার দোকান থেকে কার্টন চুরি হয়েছে। ওকে মারধর করব জনতা এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি এখানে না থাকি তবে বেঁচে ফিরতে পারবে না। আমি ওকে জল খাইয়েছি। প্রশাসনের আগে ওকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ ওকে বেঁধে রেখে। আমি চলে গেলে ও আর বাড়ি ফিরতে পারবে না।”

PM Awas Yojana : আবাস নিয়ে বিক্ষোভ অব্যাহত জলপাইগুড়িতে, ফের অবরোধ NH 31! হয়রানি
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… জলপাইগুড়ি জেলার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version