১৯ ডিসেম্বর (19 December) থেকে টিভির পর্দায় নতুন অবতারে দেখা যাচ্ছে শ্রুতি দাসকে (Shruti Das)। বেশ অনেক দিনের ব্রেকের পর তাঁকে পর্দায় ফিরে পেয়ে বেজায় খুশি ফ্যানরা। সিরিয়ালের প্রোমোতেই দেখিয়ে দেওয়া হয়েছে গ্রামের সাদামাঠা মেয়ে পাখির সঙ্গে বিয়ে হবে শহরের বনেদি বাড়ির ছেলে উজানে। ইতোমধ্যে দর্শক দেখেও নিয়েছেন ঠিক কোন পরিস্থিতি তাঁদের বাধ্য করবে বিয়ের পিঁড়িতে বসতে। সেই বিয়ের দিনে আমন্ত্রিত ছিলাম আমরা। বিয়ের পিঁড়ি থেকে শুভদৃষ্টি কিংবা মালাবদল… সবটা ধরা আমাদের ক্যামেরায়।