North 24 Parganas : বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে (Belgharia Expressway) সম্প্রসারণের কারণে চলছে উচ্ছেদ। উচ্ছেদ মাঝেই চলল লুটপাট। উচ্ছেদ চলাকালীন পুলিশের সামনেই অবাধে চলল লুটপাট। কলকাতা বিমানবন্দর সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। তবে উচ্ছেদের কারণে মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। রুজি-রুটি হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেস এর মালঞ্চ থেকে শুরু হয় উচ্ছেদ। গোটা বেলঘড়িয়া এক্সপ্রেস জুড়ে এই উচ্ছেদ হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য এই উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পর শুরু হবে রাস্তা সম্প্রসারণের কাজ। তৈরি হবে সার্ভিস রোড। সম্প্রসারণের ক্ষেত্রে বড় বাধা ছিল রাস্তার ধারে থাকা দোকানগুলি। যার জন্য সরকারকে যেতে হয় আদালতে। আদালত থেকে উচ্ছেদের নির্দেশ আসার পর তৎপর হয় পুলিশ। প্রথমে দেওয়া হয় নোটিশ। করা হয় মাইকিং। তা সত্ত্বেও দখল না সরায় আজ থেকে শুরু হল উচ্ছেদ।

Didir Doot : কার বাড়িতে মধ্যাহ্নভোজ? দেগঙ্গায় ‘দিদির দূত’ কর্মসূচিতে মন্ত্রীর সামনেই বচসা কর্মীদের
তবে উচ্ছেদের ফলে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে বেলঘড়িয়া এক্সপ্রেস এর ধারে চলছিল তাদের ব্যবসা। হঠাৎ এই উচ্ছেদের নির্দেশের ফলে রুজি রুটি হারাবেন তারা। এক ব্যাবসায়ী বলেন, ” আমাদের আগে নোটিশ দেওয়া হয়েছিল, তবে আমরা আরও কিছুদিন সময় চেয়েছিলাম। আজ থেকে উচ্ছেদ শুরু হয়েছে। কিছু করার নেই, অন্যত্র দেখতে হবে ব্যবসা শুরুর জন্য। তবে এরই মাঝে অনেকেই জিনিসপত্র লুঠ করে নিয়ে যাচ্ছে, আমাদের কিছু করার নেই।” ২০২৩ সালের মধ্যে ৩৪ নম্বর জাতীয় সড়ক, ঘোষপাড়া রোড ও বি টি রোডের (B.T Road) বিকল্প হিসেবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে এর আমূল সংস্কার শুরু করেছে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে বিরাটি পর্যন্ত ১.৬ কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল তৈরি করা হবে।

Dilip Ghosh : ‘… দলের লোকেরা খনির মধ্যে ঢুকে কয়লা চুরি করছে’, তোপ দিলীপের
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে সোদপুরের মুড়াগাছা মোড় পর্যন্ত রাস্তা ছ’লেন করার কাজ চলছে। মুড়াগাছা মোড়ে তৈরি হচ্ছে আরও একটি উড়ালপুল। এই অংশের দৈর্ঘ্য ৫.৮ কিমি। ছ’লেন রাস্তার পাশেই স্থানীয় মানুষের হাঁটাচলা ও যান চলাচলের জন্য সার্ভিস রোড তৈরি করা হচ্ছে। ছ’লেনের রাস্তা এবং ১৮টি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ব্যয়বরাদ্দ ১,৭২০ কোটি টাকা। কাজ শেষ হলে উত্তরবঙ্গ থেকে সরাসরি যে কোনও গাড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরতে পারবে। কলকাতায় না ঢুকেই চলে যেতে পারবে মুম্বই বা দিল্লির দিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version