জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ইংল্যান্ড ৪-০ গোলে স্পেনকে হারাতেই ভারতীয় শিবিরে টেনশন শুরু হয়ে যায়। এই জয়ের পর ৩ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াল ৭। গোল পার্থক্য +৯। সুতরাং, লিগ টেবিলের শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে শেষ ম্যাচে ভারতকে শুধু জিতলেই চলত না, বরং ৮ গোলের ব্যবধানে হারাতে হত ওয়েলসকে। কারণ এর আগে ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারতের গোল পার্থক্য ছিল +২। কিন্তু দাপটের সঙ্গে জেতা তো অনেক দূরের কথা। মুড়ি মুড়কির মতো একাধিক পেনাল্টি কর্নার হাতছাড়া করল ভারত। গত দুই ম্যাচের মতো এবারও সেই পুরনো রোগ ধরা পড়ল। সঙ্গে যোগ হল জঘন্য ডিফেন্স। ফলে এগিয়ে থেকেও তৃতীয় কোয়ার্টারে সমতা ফিরিয়ে নেয় ওয়েলস। তবে ভাগ্য ভালো যে আকাশদীপ সিং মাঠে ছিলেন। তিনি জোড়া গোল করেন। শেষ মুহূর্তে গোল করেন হরমনপ্রীত সিং। ফলে ৪-২ গোলে বিপক্ষকে হারাল ভারত।  

শেষ ম্যাচে জেতার জন্য ভারতেরও পয়েন্ট হল ৭। তবে গোল পার্থক্যের নিরিখে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইংল্যান্ড। ভারত এদিন ৭ গোলের ব্যবধানে জিততে পারলে, ইংল্যান্ডের সঙ্গে তাদের গোল পার্থক্যও সমান হয়ে যেত। সেক্ষেত্রে ফিল্ড গোলের নিরিখে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর তাই ওয়েলসের বিরুদ্ধে ৬টি ফিল্ড গোল করতেই হত অমিত রোহিদাস-মনপ্রীত সিংদের। কিন্তু সেটা আর হল কোথায়! কারণ ফলাফল যে ভারতের পক্ষে ৪-২। তাই গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে থাকা ভারতকে এবার ২২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। 

আরও পড়ুন: Wrestler’s Protest in Delhi: দিল্লিতে কুস্তিগীরদের ধরনায় হাজির বৃন্দা, মঞ্চ থেকে নেমে যেতে বললেন বজরং পুনিয়া

আরও পড়ুন: Ranji Trophy 2022-23: আকাশ-ঈশান-মুকেশ, ত্রয়ীর দাপটে হরিয়ানার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় বাংলা

কলিঙ্গ স্টেডিয়ামে ৯ মিনিটের মাথায় নীলকণ্ঠ শর্মা ওয়েলসের গোলে শট নেন। তবে কটরিল আক্রমণ প্রতিহত করেন। ১৪ মিনিটে মনদীপ ওয়েলসের ডি বক্সে ঢুকে টার্গেটে শট নেন। তবে এবার ঢাল হয়ে দাঁড়ান রেনল্ডস। প্রথম কোয়ার্টারে ভারতীয় দল একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও, বারবার রুখে দাঁড়ান ওয়েলসের গোলকিপার কটরিল। 

দ্বিতীয় কোয়ার্টারে তারকান শ্রীজেশের বদলে ভারতের হয়ে গোলকিপিং করতে নামেন কৃষাণ বাহাদুর পাঠক। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। তবে গোল করতে ব্যর্থ হন হরমনপ্রীত সিং।  

এরপর ২১ মিনিটের মাথায় প্রথম সাফল্য পায় ভারত। সার্কেলের ভিতরে মনদীপ সিংকে ফাউল করলে, পেনাল্টি কর্নার পায় টিম ইন্ডিয়া। শামশের সিংয়ের গোলে ভারত হাফ টাইমে ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে ভারত পেনাল্টি কর্নার থেকে ১টি গোল করে। যদিও অন্তত দুটি গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হন মনদীপরা। একটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেননি খোদ হরমনপ্রীত। 

এদিকে দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফের গোলের মুখ দেখে ভারত। ৩২ মিনিটের মাথায় আকাশদীপ সিংয়ের ফিল্ড গোলে ২-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। তবে সেখানেও সেই একই রোগ ধরা পড়ল। এই কোয়ার্টারে আরও দুটি পেনাল্টি কর্নারের সুযোগ হেলায় হারায় ভারত। 

সেই সুযোগে ৪২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার আদায় করে নেয় ওয়েলস এবং সেই সুযোগকে কাজে লাগান গ্যারেথ ফার্লং। ৪২ তাঁর গোলে ম্যাচে ব্যবধান কমিয়ে ১-২ করে ওয়েলস। ৪৪ মিনিটে ফের একবার ভারতের ডিফেন্সকে কাঁপিয়ে দেয় ওয়েলস। ৪৪ মিনিটে ম্যাচে ফের পেনাল্টি কর্নার আদায় করে ওয়েলস। গ্যারেথের শট শ্রীজেশ প্রতিহত করলেও ফিরতি বলে গোল করেন জেকব ড্রেপার। ম্যাচ ২-২ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। যদিও এবারও ভারতের মান বাঁচান সেই আকাশদীপ। তাঁর ফিল্ড গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। 

ভারতের ব্যবধান আরও বাড়তেই পারত। ৫৩ মিনিটের মাথায় অভিষেকের শট ওয়েলসের ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। বিপক্ষ দল ভিডিয়ো রেফারেল-এর দাবি করলে সেই গোল বাতিল করে দেওয়া হয়। কারণ তাঁর শট টার্গেটে ছিল না। এরপর ৬০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। ওয়েলস তাদের গোলকিপারকে আগেই তুলে নেওয়ায় গোল করতে অসুবিধা হয়নি হরমনপ্রীত সিংয়ের। ফলে ৪-২ গোলে জিতে যায় ভারত। তবে জিতলেও ভারতের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন রয়েই গেল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version