Murshidabad : জিয়াগঞ্জের নার্সিং কলেজে (Jiaganj Nursing college) ভয়াবহ আগুন। কলেজের তিন তলার একটি অংশ থেকে বুধবার সন্ধ্যায় ধোঁয়া নির্গত হতে দেখেন ছাত্রীরা। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কলেজের অনেক নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই নার্সিং কলেজে মাস খানেক আগেই বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) যান একটি বিনামূল্যের প্রশিক্ষণ কেন্দ্র চালু করার জন্য। মুর্শিদাবাদ থানার অন্তর্গত জিয়াগঞ্জের নার্সিং কলেজে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল। এদিন সন্ধ্যা নাগাদ ওই নার্সিং হোমে ধোঁয়া বার হতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। আতঙ্কে প্রশিক্ষণরত ছাত্রীরা বেড়িয়ে আসেন কলেজের বাইরে। কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে দমকল খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে কলেজ সূত্রে জানানো হয়েছে। তবে কলেজের প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
Nadia Fire Incident : বেথুয়াডহরি বাজারে ভয়ানক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজের তিন তলার একটি অংশ থেকে হঠাৎ গলগল করে কুণ্ডলীকৃত ধোঁয়া নির্গত হতে প্রথম লক্ষ্য করেন ছাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় ওই তলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন পড়ুয়ারা। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পড়ুয়াদের কলেজের নিচে নামিয়ে আনা হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি দমকল।
Fire Accident : তপসিয়ার জুতোর কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন প্রসঙ্গত, মাস কয়েক আগে ওই নার্সিং হোমে ফ্রী কোচিং সেন্টার খুলতে ঘর দেখিতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গিত শিল্পী অরিজিৎ সিং। জিয়াগঞ্জে ফ্রি কোচিং করাতে চান অরিজিৎ। ইংরাজির কোচিং ক্লাস করাতে চান তিনি। সেই কারণেই সম্প্রতি জিয়াগঞ্জের ওই নার্সিং কলেজে যান অরিজিৎ সিং। তাঁর গ্রামের ছেলে মেয়েরা যাতে ইংরাজি ভাষাটি রপ্ত করতে পারে, সে কারণেই এই উদ্যোগ নিতে চলেছেন তিনি। এই বিষয়ে কথা বলতেই তাঁর বন্ধুর নার্সিং কলেজে গিয়েছিলেন অরিজিৎ। বর্তমানে নিজের গ্রাম জিয়াগঞ্জে থাকছেন এই প্রখ্যাত গায়ক।