এই সময়: ডাক্তারির উচ্চশিক্ষার পর বেসরকারি চিকিৎসকদের ২-৩ বছর বন্ডে পরিষেবা দেওয়াই দস্তুর। ডিগ্রির ক্ষেত্রে ৩ বছর আর ডিপ্লোমার ক্ষেত্রে ২ বছর। অন্যথায় প্রতি বছরের হিসেবে ১০ লাখ টাকা করে জরিমানা দেওয়ার নিয়ম সরকারকে। এ বার সেই ২ বছর বা ৩ বছরের সংজ্ঞা ঠিক করে দিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর।

D El Ed College : ছাত্র-ভর্তি অফলাইনে, অন্ধকারে ৪২ হাজার
সাফ জানানো হলো, ক্যালেন্ডার ধরে ২ বা ৩ বছর নয়, এর থেকে বাদ যাবে ছুটিও (সরকারি ছুটি নয়)। অর্থাৎ, ব্যক্তিগত ছুটি বাদ দিয়েই ২ বছরের জন্য ৭৩০ দিন এবং ৩ বছরের জন্য ১০৯৫ দিন ডিউটি করতে হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর বন্ডের ডাক্তারদের জন্য যে আদর্শ কার্যবিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রকাশ করে একটি আদেশনামার মাধ্যমে, তাতেই এ কথা জানানো হয়েছে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরও জানানো হয়েছে, প্রতিটি বছরের ৩৬৫ দিন ডিউটি শেষ না হওয়া পর্যন্ত সেই বছরটিকে এক বছর হিসেবে ধরা হবে না।

Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী প্রত্যাখ্যান, ৫৩ হাসপাতালকে ১০ কোটির বেশি জরিমানা
অন্যথায় অসম্পূর্ণ বছরের জন্যও ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট বন্ডের ডাক্তারকে। কোন ডিগ্রি বা ডিপ্লোমাধারী চিকিৎসক কোন হাসপাতালে ডিউটি করবেন, সে কথাও জানানো হয়েছে এসওপি-তে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version