Udayan Guha Facebook Post: সরকারি কর্মচারীদের ডিএ (DA)-এর দাবিতে কর্মসূচিকে তীব্র কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। সোশাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো কর্মবিরতি নিয়ে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

সরকারি কর্মচারীদের দাবি



ডিএ (DA)-এর দাবিতে শহিদ মিনারে ২২ দিন ধরে চলছে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আন্দোলন। গত আটদিন ধরে বকেয়া ডিএ (Pending DA)-এর দাবিতে অনশনে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। রাজ্য বাজেট পেশের সঙ্গে ৩ শতাংশ বাড়তি ডিএ (DA)-এর ঘোষণাতে কোনওভাবেই সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা। বিধানসভা অভিযানেরও ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

DA Announcement In Bengal Budget : ক্ষোভ প্রশমনের চেষ্টা, সরকারি কর্মীদের আরও ৩ শতাংশ ডিএ ‘উপহার’ মমতার

কর্মবিরতির ডাক

ক্ষোভ প্রশমনে ঘোষণার পর আরও তীব্রতর হল আন্দোলন। আগামী সোম ও মঙ্গলবার ২০ ও ২১ তারিখ কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ৪৮ ঘণ্টা সরকারি কর্মীদের এই কর্মবিরতিকেই তীব্র কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

DA Protest : ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি, জেলায় জেলায় ‘পেন ডাউন’ সরকারি কর্মচারীদের একাংশের

উদয়ন গুহর হুঁশিয়ারি

এদিন ফেসবুক পোস্টে নাম না করে উদয়ন গুহ লিখেছেন, ”২০ ও ২১ তারিখ না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন।” আন্দোলনকারীদের নিশানা করে তাঁর মন্তব্য, কথায় কথায় আন্দোলন করে কর্মসংস্কৃতি ধ্বংস করছেন। সমস্যাটাই বুঝতে চাইছেন না।

Mamata Banerjee on DA: ‘অসুবিধা সত্ত্বেও সরকারি কর্মচারীদের যতটা সম্ভব দিয়েছি’, DA বৃদ্ধি নিয়ে মন্তব্য মমতার

বিরোধীদের সমালোচনা

এই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। সিপিআইএম-এর তরফে কটাক্ষ, ”বেশি গরম কথা বলে নেতার কাছাকাছি যেতে চাইছেন। কিন্তু তা মানুষ ভালোভাবে দেখেন না তা ভুলে যাচ্ছেন উদয়ন গুহ।” বিজেপি নেতা সজল ঘোষ এই প্রসঙ্গে বলেন, তৃণমূলের শেষের শুরু। সিপিএমও শেষের সময় বলত ধর্মঘটে অফিস না এলে হুঁশিয়ারি দিত। এখন তৃণমূল তাই করছে।

৩ % মহার্ঘ ভাতার ঘোষণা

১৫ ফেব্রুয়ারি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিধানসভায় বাজেট পেশ করেন। সেসময়ই বিধানসভায় রাজ্যের সমস্ত সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেন অর্থমন্ত্রী।

DA West Bengal Latest Update: ‘ভিক্ষে দেওয়া হল…!’ DA নিয়ে তীব্র ক্ষোভ সরকারি কর্মীদের, আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রীর ঘোষণা

বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ক্ষোভের কথা শুনে নাম না করে বলেন, ”অনেক কষ্টে টাকা জোগাড় করছি। আমরা ম্যাজিশিয়ান নই, টাকাটা তো লাগবে। অনেকে বলছে এটা পেলাম, ওটা পেলাম, এটা দাও, সেটা দাও অথচ যেটা পেল সেটা ধরে রাখতেও টাকা চাই। এদিকে কেন্দ্র টাকা দিচ্ছে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version