Murshidabad News : হঠাৎই সাগরদিঘির (Sagardighi) যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে সাইদুর রহমান নামের ওই যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। আর সকাল থেকেই তার প্রতিবাদে পথে নামলেন কংগ্রেস সমর্থকরা। সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।

Adhir Ranjan Chowdhury : ‘DA মুখ্যমন্ত্রীর দয়ার উপর নির্ভর করে না…’ সরকারি কর্মচারীদের আন্দোলনকে সমর্থন অধীরের
এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে সাগরদিঘি। যদিও কী কারনে গ্রেফতার তা এখনও স্পষ্ট নয়। আগামী ২৭শে ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন। তার আগেই উত্তপ্ত সাগরদিঘি

Sagardighi By Election: পঞ্চায়েতের আগে অ্যাসিড টেস্ট সাগরদিঘি উপনির্বাচন, মমতা-অভিষেক সহ প্রচারে এক ঝাঁক তারকা
তরতর চড়ছে উত্তেজনার পারদ। ত্রিমুখি লড়াইয়ে কংগ্রেস বামেদের সঙ্গে জোট করেই নির্বাচনে লড়ছে। আর তাতেই এখন উপনির্বাচনের সম্মুখ সমরে সামনে রয়েছে রাজ্যের শাসক দল আর অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নেতৃত্বে জাতীয় কংগ্রেস।

Sagardighi TMC Candidate : জল্পনার অবসান, সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের ‘বাজি’ দেবাশিস
আর এদিকে শনিবার ভোররাতে সাগরদিঘির যুব কংগ্রেস নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করায় সেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এদিন ভোরে কংগ্রেস নেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ। অভিযোগ, সম্পূর্ণ মিথ্যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস সমর্থকরা। খবর পেয়ে সাগরদিঘি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরিও (Adhir Chowdhury)। কংগ্রেস কর্মীদের অভিযোগ, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে ওই যুব নেতাকে।

Assembly By-Election: সাগরদিঘিতে ২৭ তারিখ উপনির্বাচন, তৃণমূল প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রণবপুত্র সহ আরও ৩
কংগ্রেসকে দুর্বল করতেই এই পরিকল্পিত ছক রাজ্যের শাসক দলের, জানিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতারা। আর এই ইস্যুকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলকে উপ নির্বাচনের আগে বিঁধতে চাইছে প্রদেশ কংগ্রেস।

উপনির্বাচনের প্রচারে যে কদিন বাকি রয়েছে, সেই কদিন এই ইস্যু নিয়ে তৃনমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসনকে ব্যাপকভাবে আক্রমন করতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যেই সাগরদিঘির ভোটযুদ্ধকে ‘ইমানদার আর বাটপাড়ের লড়াই’ বলে উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Mamata Banerjee : ‘জাকির সেফ… প্রাণে মারার চেষ্টা হয়েছিল’, IT অভিযানের পর তৃণমূল বিধায়কের পাশেই মমতা
উপনির্বাচনের প্রচারে এসে অধীর বলে গিয়েছেন, “সাগরদিঘির এই উপনির্বাচনে সরকার বদলাবে না। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। চোর বাটপাররা চলে যাবে না। কিন্তু তৃণমূলের দম্ভ ভেঙে দেওয়া যাবে”।

Tapas Mondal : নজরে মানিক ‘ঘনিষ্ঠ’ তাপসের সম্পত্তি, হদিশ মিলল ৭টি কলেজের
কংগ্রেস এই উপনির্বাচনে বামেদের সঙ্গে নিয়ে কেন লড়াইতে নেমেছে, তারও ব্যাখ্যা করেছেন অধীর। সেই সুত্রেই ওয়াকিবহাল মহলের মতে, শনিবার এই যুব কংগ্রেস নেতার গ্রেফতারী নিয়েও আক্রমনের ঝাঁজ বাড়াবে কংগ্রেস ও বাম জোট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version