দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব পুরস্কার (Dadasaheb Phalke Awards 2023) প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই সময়ের দুই ডিভা। রেখা এবং আলিয়া ভাট। ফটো জোনে এলেন একত্রে। সাদা শাড়ি ও মিনিমাল মেকআপে আলিয়াকে এমন স্নিগ্ধ বহুদিন লাগেনি। অন্যদিকে রেখাকে পাওয়া গেল এক্কেবারে সিগনেচার লুকে। সব মিলিয়ে জমজমাট রেড কার্পেট।