সোনু নিগমের (Sonu Nigam) সঙ্গে খোদ মুম্বইয়ে চরম অভব্যতা। সোমবার রাতে চেম্বুর উৎসবে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী। রাত ১১টা নাগাদ মিউজিক ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে আসার সময় তাঁকে ঘিরে ধরেন দুই ফ্যান। জোর করে সেলফি তোলার চেষ্টা করেন তাঁরা। বাধা দেওয়া হলে শিল্পীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন দু’জন। প্রখ্যাত এই গায়কের সঙ্গে এমন আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছে ইসরা বা ইন্ডিয়ান সিংগার্স রাইটস অ্যাসোসিয়েশন।