Madhyamik Pariksha 2023 : কিছুক্ষণ পরেই দেওয়ার কথা ছিল ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা। কিন্তু তার আগেই জীবনে নেমে এল মর্মান্তিক পরিনতি। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination 2023) প্রথম দিনের সকালেই হাতির হানায় (Elephant Attack) মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থীর নাম অর্জুন কুমার দাস। এদিন সকালে গজলডোবা সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ছাত্র পাচিরাম নাহাটা স্কুলে পড়ত।

Elephant Attack : অরণ্য শহরে হাতির তাণ্ডব, গেট ভেঙে স্কুলে ঢুকল দলছুট দাঁতাল
বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে বাইকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। গজলডোবা সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় বাইকটিকে একটি হাতি তাড়া করে। পালাতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় ছাত্রের। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে অর্জুনের পরীক্ষা কেন্দ্র পড়েছিল।

Madhyamik Admit Card: মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ায় তালাবন্দী শিক্ষকেরা, আগুন জ্বালিয়ে পথ অবরোধ পড়ুয়াদের
এদিন ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ও এনজেপি থানার মিলনপল্লী ফাঁড়ির পুলিশ মৃত অর্জুনের বাড়িতে যান। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বন দফতরের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বন দফতরের (Forest Department) আধিকারিকদের সঠিক নজর থাকলেই আজ অর্জুনকে বেঘোরে প্রাণ হারাতে হত না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Dakshin 24 Pargana Accident : বাইক-টাটা সুমো মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি মাধ্যমিক পরীক্ষার্থীর
এদিকে বাসিন্দাদের ক্ষোভ, মাঝেমধ্যেই একটি জংলি হাতি এলাকায় হানা দিচ্ছে। বিগত অনেকদিনে বেশ কয়েকজন মারা গিয়েছেন। কিন্তু বন দফতর কোনও পদক্ষেপ নেয়নি এই বিষয়ে। হাতিটিকে অন্য জায়গায় তাড়ানোর বিষয়ে কোনও হোলদোল দেখা যাচ্ছে না বন দফতর বা প্রশাসনের। কিছুদিন আগেই পার্শ্ববর্তী এক এলাকায় রাতে দু’টি বাড়ি সহ একটি দোকানে হামলা চালায় হাতিটি।

Jalpaiguri Elephant Attack : ধূপগুড়িতে দলছুট হাতির লোকালয়ে প্রবেশ, তাণ্ডবে তছনছ একাধিক বাড়ি
এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। একজনের বাড়ির রান্নাঘর গুঁড়িয়ে দেয় হাতিটি। ঘরে মজুত খাদ্যদ্রব্য সহ আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত করে দেয়। বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হয় ঠিকই, কিন্তু তা পেতেও অনেক দেরি হয়। আর হাতির হানায় মৃত্যু হলে সেই ক্ষতির পুরন করা কারোর পক্ষেই সম্ভব না।

Purba Medinipur Student Death : ডাব পাড়ার নেশা! মাঝরাতে হস্টেল থেকে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ছাত্রের
এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, “অর্জুন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বিগত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রমও করেছিল। কিন্তু সেই পরীক্ষাটিই অর্জুন দিতে পারল না শুধুমাত্র বন দফতরের গাফিলতির কারনে। কয়েকদিন আগে যখন হাতিটি এলাকায় হামলা চালাচ্ছিল, সেই সময়েই যদি বন দফতর হাতিটিকে নিয়ে ব্যবস্থা নিত, তাহলে আজ অর্জুন বেঁচে থাকত”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version