West Bengal Local News: ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার দিন হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Exam 2023) অর্জুন দাসের। সেই ঘটনায় কয়েকদিন পর মুখ খুলে হাতি তাড়ানোর পদ্ধতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলে মৃত পরীক্ষার্থীর বাবা। এই ভাবে হাতির অত্যাচার করলে কীভাবে চলবে? হাতি এখান থেকে তাড়িয়ে দিলেও আবার ফিরে আসবে। শুধু তাই নয় যেখানে যাবে সেখানেই এই ঘটনা ঘটাবে। ছেলের শ্রাদ্ধ শান্তির কাজ শেষ করার পরে সংবাদ মাধ্যমের কাছে এমনই মন্তব্য করলেন হাতি আক্রমনে মৃত এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের বাবা বিষ্ণু দাস।

Madhyamik Examination 2023 : হাতির হানায় ছাত্র মৃত্যুর ঘটনার জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা
বৃহস্পতিবার বাবার সাথে মোটর বাইকে চেপে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে হাতি আক্রমণে মৃত্যু হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া মান্তাদরি গ্রামপঞ্চায়েতের মহারাজা ঘাট সংলগ্ন এলাকায় একটি দলছুট হাতির আক্রমণের মুখে পরে বিষ্ণু ও তাঁর ছেলে অর্জুন।

হাতির আক্রমণের মুখে পড়ে গুরুতর জখম হয় অর্জুন। তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিন বিষ্ণু বলেন, “আজকে ছেলে শ্রাদ্ধ করলাম। হাতির আক্রমণে ছেলের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর দিন ৩০ হাজার ও পরবর্তীকালে ৫ লাখ টাকার সাহায্য করা হয়। হাতি থাকলে এই ধরনের ঘটনা ঘটবেই। তাড়িয়ে দিলে পরে আবার ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় এই হাতিকে বেঁধে রাখা উচিত। উন্মত্ত হাতিটিকে ছেড়ে দেওয়া ঠিক নয়। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারের তরফে অনুমতি না পেলে আমরা কখনও হাতির উপর গুলি চালাতে পারব না।”

Madhyamik Exam 2023 : ছেলের মৃত্যুর কথা শুনেই শোকে পাথর মা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অসুস্থ মহিলার বাড়িতে DM-SP

হাতির হামলার মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পর নড়েচড়ে বসে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত ছাত্রের বাড়িতে যান জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদার বসু, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ পুলিশ এবং বন দপ্তরের একাধিক আধিকারিক।

অর্জুনের মৃত্যুর বনাঞ্চলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য বাসের বন্দোবস্ত করেছে প্রশাসন। বাসে করে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। হাতিতে পরীক্ষার্থীর মৃত্যুর সময় উত্তরবঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনায়। হাতি দলছুট হয়ে গেলে তাঁদের মাথার আর কোনও ঠিক ঠিকানা থাকে না। সরকার সবরকমভাবে মৃতের পরিবারের পাশে থাকবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version