এই সময় কোচবিহার: অনলাইনে প্রসিদ্ধ কোম্পানির সাউন্ড সিস্টেম অর্ডার দিয়েছিলেন যুবক। রবিবার ডেলিভারি বয় তাঁর বাড়িতে পার্সেল পৌঁছে দিতে আসে। কিন্তু বাক্স খুলে হতভম্ব হয়ে যান ক্রেতা। কোথায় সাউন্ড সিস্টেম? তার বদলে বাক্স ভর্তি সিমেন্ট ডেলিভারি করা হয়েছে তাঁকে। ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই ডেলিভারি বয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Kapil Sharma : এবার বাড়ি বাড়ি ‘ডেলিভারির’ দায়িত্বে কপিল শর্মা, মার্চেই নয়া চমক
শনিবার এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙা থানার নয়ারহাটের পূর্বখণ্ড বামুনিয়া গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা মতিউর রহমান। যুবক জানিয়েছেন, তাঁর সাউন্ড সিস্টেম কেনার শখ ছিল বহু দিন ধরে। অনলাইনে ঘাঁটাঘাঁটি করতে করতে একটি নামী কোম্পানির সাউন্ড সিস্টেম তাঁর পছন্দ হয়ে যায়। অনলাইনে ২২১০ টাকা দিয়ে তিনি সেটি বুকও করেন।

Deepinder Goyal: আরবান কোম্পানি ছাড়লেন জোমাটোর সিইও দীপন্দর গয়াল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
এর পর রবিবার তাঁর সেই অর্ডার ডেলিভারি দিতে আসেন এক যুবক। সেই ডেলিভারি বয় পার্সেলটি তাঁর হাতে দেওয়া মাত্র মতিউর তা খুলে পেলেন। তখনও সেখানে দাঁড়িয়েছিলেন ডেলিবারি বয়। দেখা যায়, পার্সেলে এসেছে ব্যাগভর্তি সিমেন্ট। এতেই রেগে গিয়ে ওই ডেলিভারি বয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মতিউর। টের পেয়ে ভিড় জমান গ্রামের বাসিন্দারা।

Jalpaiguri News: ইভটিজিংয়ের শিকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, বিতর্ক বাড়িয়ে বসল সালিশি সভা! ফের তুলকালাম
সব শুনে ওই ডেলিভারি বয়কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, কম দামে কিছু সামগ্রী বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ঠকানো হচ্ছে৷ টাকা আগে আত্মসাৎ করে এ ভাবে অনলাইনে প্রতারিত করা হচ্ছে। এতে তাঁর যে কোনও দোষ নেই তা গ্রামবাসীদের বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন ডেলিভারি বয়।

Uttar 24 Pargana : শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের রহস্যমৃত্যু! নেপথ্য কি সম্পর্কের টানাপোড়েন?
তাঁর সঙ্গে থাকা বাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। বাইক আটকে রেখে দেওয়ার হুমকি দেওয়া হলে এলাকায় উত্তেজনা বাড়ে৷ খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ডেলিভারি বয়কে উদ্ধার করে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ডেলিভারি বয় বলেন, ‘গ্রামবাসীদের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে আমাকে।

Uttar Dinajpur News : চরম অমানবিক! চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন শিশুকে গণধোলাই রায়গঞ্জে
অনলাইনে কেনা সামগ্রী ডেলিভারি করতে গিয়ে হামেশাই এমন বচসাতে জড়াতে হয় আমাদের। অনেকেই ভুল বুঝে সামগ্রী ফেরতের জন্য পুনরায় আবেদন না করে আমাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন। তবে এক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।

Howrah Love Affair : ডিভোর্সের পরও বিয়েতে না প্রেমিকার! অভিমানে ‘আত্মঘাতী’ যুবক
মাথাভাঙার যুবকের এই সামগ্রী কী এসেছে, তা আগাম জানার কোনও উপায় ছিল না৷ বাক্স খোলার পর সিমেন্টের ব্যাগ দেখে আমিও অবাক হই৷’ মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে, উত্তেজনার খবর শুনে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে৷ গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে সেই ডেলিভারি বয়কে৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version