তিনি রাজ্যের মন্ত্রী। কর্মব্যস্ততার মধ্যে দু-কলি গাইলে মুগ্ধ হয়ে শোনেন কোটি কোটি ভক্তরা। সেই বাবুলের একটি পোস্ট দেখে রীতিমতো আবেগে ভাসলেন নেটপাড়ার বাসিন্দারা। ডান হাত দিয়ে তিনি আগলে ধরেছেন ৮৫ বছরের ‘তরুণ’-এর ভালোলাগা ভালোবাসা। কিন্তু, বাম হাত পকেটে রাখা। অতীতে ছেলেকে জাপটে ধরে ফ্রেমকে জীবন্ত করে তুলতেন বাবা-মা। বাবাকে আগলেও সেই অপূর্ণতার আক্ষেপ প্রকাশ করেছেন বাবুল।

‘কহোনা প্যার হ্যায়’ গানের মাধ্যমে একসময় আরব সাগরের পারে স্বপ্নের শহরে হিল্লোল তুলেছিলেন তিনি। বাংলার বাবুল দেশের মানুষের হৃদয়ে ঘর করে নিয়েছিলেন তাঁর গান দিয়ে। পরবর্তীতে এই শিল্পী পা রাখেন রাজনীতিতে। আসানসোলে পরপর দু’বার BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।

Babul Supriyo Raju Jha Shootout: ‘রাজু ঝায়ে যোগদানে দালালি লক্ষ্মণ ঘোড়ুইয়ের…’, জবাবে বাবুলকে ‘তৃণমূলের ব্যাক বেঞ্চার’ খোঁচা BJP বিধায়কের
তবে পরবর্তীতে তিনি যোগদান করেন তৃণমূলে। বর্তমানে রাজ্যের মন্ত্রী তিনি। দফতর, সুর সাধনা সামলেও পরিবারকে সময় দেন বাবুল। পরিচিতদের কথায়, বাবুল আগাগোড়া ‘ফ্যামিলি ম্যান’। তাঁর একটি সদ্য টুইট দেখে আবেগরুদ্ধ নেটপাড়া।

টুইটে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন বাবুল। সেখানে তিনি লেখেন, “আমার ৮৫ বছরের তরুণ বাবা পর্যটন দফতরের অফিসে এসে রীতিমতো চমকে দিয়েছিলেন। এটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু, এই ছবিটা অনেকটা কষ্ট এবং দুঃখও বয়ে নিয়ে এসেছে। এই ধরনের ছবির ক্ষেত্রে আমি আগে অপর হাতটা দিয়ে মাকে আগলে রাখতাম।”

Raju Jha Durgapur : ‘কয়লা মাফিয়া’ রাজুর শরীর এফোঁড়-ওফোঁড় করে ৭ বুলেট! শক্তিগড় শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে গুরগাঁয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় বাবুলের মা সুমিত্রা বড়ালের। সেই সময় করোনার করাল থাবায় কাবু গোটা বিশ্ব। কোভিড পজিটিভ হয়েছিলেন বাবুলের মাও। যদিও করোনা মুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু, কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তাঁর। হাসপাতালেই মৃত্যু হয় সুমিত্রাদেবীর।

Dilip Ghosh on Raju Jha: ‘কয়লা কেলেঙ্কারি ঢাকতে মুখ বন্ধ করা হল!’ রাজু ঝা হত্যাকাণ্ডে বিস্ফোরক দিলীপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃবিয়োগের সময়ও আবেগঘন বার্তা দিয়েছিলেন বাবুল। রাজনৈতিক দূরত্ব ভুলে সমব্যথী বাবুল বলেছিলেন, “মাকে হারানোর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। একটাই কথা বলব ১০০ বছর মাকে কাছে পেয়েছেন তিনি। এটা অনেক বড় প্রাপ্তি। আমি তাঁকে সমবেদনা জানাচ্ছি।”

Madan Mitra Madhumita Sarcar : ‘আমি রামকৃষ্ণের মতো, দুধটুকু নিই…’, মধুমিতা বিতর্কে জবাব মদনের
বাবার সঙ্গে বাবুলের শেয়ার করা ছবি দেখে আবেগঘন তাঁর বহু অনুগামী। এক নেটিজেনের মন্তব্য, “সুযোগ্য সন্তানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত আশ্রয় খোঁজা যে কোনও বাবা-মায়ের জন্য এক স্বর্গীয় অনুভূতি। এই সুখ থেকে বঞ্চিত হওয়া সন্তানদের জন্যও অত্যন্ত বেদনাদায়ক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version