West Bengal Local News: অনেক সময় চোর বা অপরাধীদের ধরতে পুলিশকে প্রশিক্ষিত কুকুরের সাহায্য নিতে যায়। কিন্তু, এবার চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে বিপাকে পড়লেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের কামড় খেতে হল নরেন্দ্রপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর অর্ণব চক্রবর্তীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় এই ঘটনাটি ঘটেছে। একটি চুরির ঘটনার তদন্তে সেখনে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, রানিয়ার বাসিন্দা দীপক সাহার বাড়িতে চুরি তদন্তে যায় পুলিশ। তাঁর বাড়িতে একটি পোষ্য অ্যালসেশিয়ান রয়েছে।

West Bengal Trending News : দিনভর চলত ঝগড়া, বউমাকে অপহরণের ছক শাশুড়ির?
নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিদের অভিযোগ, তদন্তের স্বার্থে সেখানে গেলে পোষ্য কুকুরটি তাঁদের দেখে চিৎকার করতে শুরু করে। সেইসময় পুলিশের পক্ষ থেকে কুকুরটিকে বেঁধে রাখার কথা বলা হয় ৷ কিন্তু, তাসত্ত্বে কুকুরটিকে বেঁধে রাখা হয়নি বলে অভিযোগ।

চিৎকার করতে করতে পোষ্য অ্যালসেশিয়ানটি পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই পুলিশ আধিকারিককে কামড় দেয়। এই ঘটনায় দীপক সাহা ও তাঁর বোন পিঙ্কি ঘোষকেও গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে নরেন্দ্রপুর থানায়৷ ধৄতদের বিরুদ্ধে ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে৷ আদালত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

West Bengal Latest News : সোনারপুরে অভিনব প্রতারণা চক্র, অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার আগে সাবধান!
অভিযুক্তদের বিরুদ্ধে চোরাই সোনা কেনার অভিযোগও রয়েছে। এছাড়াও একাধিক বেআইনি কারবারের সঙ্গে তাঁরা জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনার তদন্তেই সোমবার তাঁদের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ

বারুইপুর জেলা পুলিশের ডিএসপি মোহিত মোল্লা এই প্রসঙ্গে বলেন, “পোষ্য কুকুর নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকে কামড় দেয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।” পুলিশ জানিয়েছেন, ধৃত দীপক বেশি কিছু অপরাধমূল কাজকর্মের সঙ্গে জড়িত। এমনকী তাঁর বেআইনি ব্যবসা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Malda News : মালদা থেকে উদ্ধার রাশি রাশি জাল নোট, STF-এর হাতে ধৃত পাচারকারী
এই ঘটনার পর ধৃত পিঙ্কি ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন তাঁকে তাঁর ভাই ফাঁসাচ্ছে। পিঙ্কি বলেন, “আমাকে কেন গ্রেফতার করা হল বুঝে উঠতে পারছি না। আমরা ভাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগে আমি একবার তাঁকে মেরে বাড়ির বাইরে বের করে দিয়েছিলাম। সেই কারণে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version