Anurag Kashyap: নীল ছবির দুনিয়ার সেরা নায়িকা ছিলেন সানি লিওন। অপরদিকে আউট অফ বক্স ছবির পরিচালক, অনুরাগ কাশ্যপ। এক অন্যতম পরিচালনায় প্রথমবার অনুরাগের সঙ্গে কাজ করলেন সানি। ছবির শিরোনাম, ‘কেনেডি’। এই বিস্ফোকর খবরে তাজ্জব দর্শক মহল। ফ্রান্সের ৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে এই ছবি।
Source link