ঘরের কোণে মাটিতে পড়ে কাঁপছে পুলিশ। রক্তাক্ত চোখ মুখে শুধুই আতঙ্কা। হাতজোড় করে কেঁদে কেটে ছেড়ে দেওয়ার আর্জি, কাকুতি মিনতি পুলিশের। আইনরক্ষকদের এমনই নজিরবিহীন চিত্র দেখা গেল কালিয়াগঞ্জে। নাবালিকার রহস্যমৃত্যুতে ব্যাপক তাণ্ডব। থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর পুলিশকে নজিরবিহীনভাবে মারধরের ঘটনা ঘটে সেখানে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল রাজ্য রাজনীতিতে। উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ঘটনায় গ্রেফতার ৩৩ জন।মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার আবাসনের একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারধর করা হয় এক সিভিক ভলান্টিয়ারকেও। এরপর প্রাণ বাঁচাতে থানা পাড়া এলাকার কয়েকটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন পুলিশ কর্মীরা। কিন্তু রেহাই মেলেনি৷ সেই ঘরের দেওয়াল ও জানালা ভেঙ্গে পুলিশকে ঘিরে বেদম মারধর করে বিক্ষোভকারীরা। বেধড়ক মারে রক্তাক্ত হয়ে যান উর্দিধারীরা। এমনকী ভিডিয়োতে বিক্ষুব্ধ জনতার হাতে পায়ে ধরে প্রাণভিক্ষা করতে দেখা যায় রক্তাক্ত পুলিশকর্মীদের।

Kaliyaganj Police Station Fire: কালিয়াগঞ্জে তাণ্ডব! অর্ধনগ্ন করে বেধড়ক মার, বিক্ষোভকারীদের কাছে প্রাণভিক্ষা রক্তাক্ত পুলিশকর্মীদের

লাঠি, রড,ঘরে থাকা আসবাব, শিলনোড়া, পাথর নিয়ে একাধিক যুবককে নির্মমভাবে মারধর করতে দেখা যায় পুলিশকর্মীদের। মারের হাত থেকে রেহাই পায় নি সিভিক ভলান্টিয়াররাও। এলাকার সাধারণ মানুষের বাড়িতে গিয়ে লুকোনোর জায়গা দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকেন ২৫-৩০ জন পুলিশকর্মী।

মানুষের বাড়িতে আশ্রয় নেওয়া পুলিশকে ঘরে ঢুকে বেদম মারধর করে তারা। সেই ভয়ঙ্কর ছবি ভাইরাল হতেই শিউরে উঠছেন অনেকে। ঘটনার আতঙ্কিত থানা পাড়া এলাকার বাসিন্দা৷ বিশেষ করে যাদের বাড়িগুলোতে তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে৷

Kaliyaganj Case: কালিয়াগঞ্জ কাণ্ডে রিপোর্ট তলব রাজ্যপালের, থানায় আগুন জ্বালানোর ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ

বুধবার দুপুরে গিয়ে ওই বাড়িগুলোতে দেখা যায় তাণ্ডবের ঘটনার টাটকা ক্ষত। বাসিন্দারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের মারের হাত থেকে বাঁচতে পুলিশ তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল৷ কিন্তু, সেখানেই পুলিশকে ঘিরে ধরে চলে তাণ্ডব, মারধর৷ ওই ঘরে আটকে থাকা এক পুলিশ কনস্টেবল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানিয়েছেন, একজন এএসআই সহ চার কনস্টেবল ওই ঘরে আটকে পড়ে। তাদের কোন কথাই শুনতে চায়নি বিক্ষোভকারীরা। করজোড়ে প্রাণভিক্ষা চান তারা। তবুও চলে মারধর। যদিও চাকুরিগত কারণে ক্যামেরার সামনে আসতে চাননি তিনি।

Kaliaganj Rape Case : ‘শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি!’ কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের রায়গঞ্জ আদালতে তোলা হবে। ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এই ঘটনার জেরে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কালিয়াগঞ্জ শহরের ৪, ৫, ৬ এবং ১১ নম্বর ওয়ার্ডে জারি ১৪৪ ধারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version