কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অমৃতা সিনহার রায় নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা উলটে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন এদিন। সেই রায় নিয়েই সংবাদমাধ্যমে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেই এগোব। আমার কাছে ডিভিশন বেঞ্চে যাওয়ার দরজা খোলা। সুপ্রিম কোর্টে আবেদন করার জন্যেও রাস্তা খোলা আছে।”এদিন দুর্গাপুর থেকে জেলায় যাওয়ার রাস্তায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিষেক। তিনি বলেন, ”আদালতের রায় সব সময়ই শিরোধার্য। ইডি-সিবিআই কেউ ডাকলে অবশ্যই সহযোগিতা করব। দরকার পড়লে নবজোয়ার যাত্রা থামিয়ে যাব। তবে যে ধারায় জরিমানা করা হয়েছে তা নিয়ে আমি ডিভিশন বেঞ্চে যাব। কোর্ট জরিমানার জন্য যে ধারা দিয়েছে, যে কোর্টের সময় নষ্ট করা হয়েছে, সেটা নিয়েই ডিভিশন বেঞ্চে যাব। যাব কারণ আমার নাগরিক হিসেবে সে অধিকার আছে।”

Calcutta High Court Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED-CBI! আবেদন খারিজ করে ২৫ লাখ জরিমানার নির্দেশ বিচারপতি সিনহার

একইসঙ্গে অভিষেক নাম না করে বিজেপি শিবিরকে কটাক্ষ করে বলেন, ” অনেকে কথায় কথায় গিয়ে PIL করে। মিটিং-মিছিলের অনুমতি পাচ্ছে না বলে আদালতে চলে যায়। তখন আদালতের সময় নষ্টের জন্য কোনও জরিমানা করা হয় না।”

Supreme Court of India : হাইকোর্টে বড় ধাক্কা! রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক

কেন্দ্রীয় গোয়েন্দাদের ও কেন্দ্রীয় সংস্থার তদন্ত-জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। কোনও যোগসাজশ পেলে একহাতে প্রমাণ দিন আরেক হাতে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ বানিয়ে আমাকে সেখানে তুলুন। দৃষ্টান্ত স্থাপন করুন। সারদা, নারদা, কয়লা, গোরুতে এতদিন বলে এসেছি, এখন এসএসসি-তেও বলছি। প্রমাণ পেলে সোজা ফাঁসির মঞ্চে যাব। ভারতবর্ষের কোনও নেতা এটা বলতে পারবেন না।”

Recruitment Scam: ‘সুরক্ষা’ দিল না হাইকোর্ট! এবার কি মুখোমুখি অভিষেক-কুন্তল?

একইসঙ্গে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও। কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তাঁর নাম বরার জন্য চাপ দিচ্ছে বলে যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনারের মঞ্চ থেকে করেছিলেন, সেই দাবিই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষও করেছিলেন। যা আদালতে ধাক্কা খেয়েছে। এই প্রসঙ্গে অভিষেক দাবি করেন, তাঁর মতো ওই একই দিনে অন্য সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন গুজরাট দাঙ্গার তদন্তের সময় সিবিআই তাঁকে নরেন্দ্র মোদীর নাম দেওয়ার জন্য চাপ দিয়েছিল। দুইয়ের তুলনা টেনে অভিষেক দাবি করেন, বিষয়টি অমূলক নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সিবিআইকে নিয়ে একই অভিযোগ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version