উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে তিনজন। এর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা থেকে রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্ম্মু আবাসিক বিদ্যালয়ের ছাত্র বিবেক সরেন। বিবেকের সাফল্যে খুশি স্কুলের শিক্ষকরা। গোটা জেলার মুখ উজ্জ্বল করল বিবেক বলে মত শিক্ষকদের।

WB HS Result 2023 : একই স্কুল থেকে ষষ্ঠ-সপ্তম স্থান, জোড়া সাফল্যে আনন্দের রেশ জঙ্গলমহলে
রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্ম্মু আবাসিক বিদ্যালয়ের ছাত্র বিবেক সরেনের প্রাপ্ত নম্বর ৪৭২। মোট ৯৪ শতাংশ নম্বর পেয়েছে সে ছাত্রের এই সাফল্যে খুশির হাওয়া ঐ আবাসিক বিদ্যালয় জুড়ে। কৃতি ছাত্র বিবেক সরেন জানান, তার এই সাফল্যের পিছনে শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে। ‘প্রিয় বিষয় ইংরেজী’ নিয়ে পড়াশুনা করে আগামী দিনে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য বলে সে জানিয়েছে।

WB Uccha Madhyamik Result 2023 Jalpaiguri : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় স্থান, ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে নজরকাড়া সাফল্য
স্কুলের প্রধান শিক্ষক জানান, আমাদের এই স্কুল চতুর্থবারের জন্য সাফল্যের স্বাদ পাচ্ছে। আমাদের জেলার প্রান্তিক স্কুল থেকে বিবেক সোরেন ভালো ফল করে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তিনি বলেন, ” সাঁওতালি যাঁদের প্রথম ভাষা, সাঁওতালি মাধ্যমে আমাদের এই ছাত্র গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে।”
স্কুলের তরফে জানানো হয়, এই বিদ্যালয়ে প্রায় ৭৫০ থেকে ৮০০ জন ছাত্র ছাত্রী পড়াশোনা করে। সারা বছর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের পরিশ্রমের জন্যেই এই সাফল্য এসেছে বলে জানান তিনি। ফের এই বছর স্কুলের নাম রাখল বিবেক। আগামী দিনে এই স্কুল থেকে আরও সাফল্য আসবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।

Uccha Madhyamik Result 2023 WB : উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার মেয়ে, সুখবর পেয়ে সুষমার গলায় ‘হে নূতন…’
বাঁকুড়া জেলার পাশাপাশি রাজ্যের সাঁওতালি ভাষায় প্রথম স্থানে আরও দুজন রয়েছে ঝাড়গ্রাম জেলা থেকে। ৪৭২ নাম্বার পেয়ে রাজ্যের প্রথম হয়েছেন সরস্বতী বাস্কে ও মৌসুমী টুডু । তাদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে ৯৪.৪ শতাংশ। দুজনেই ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির অর্থাৎ একুলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পড়ুয়া।
বুধবার বেলা বারোটা নাগাদ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেন। ফলাফল প্রকাশের পরেই দেখা যায়, এবারেও জেলার জয়জয়কার রাজ্য জুড়ে। হুগলি জেলা থেকে একাধিক ছাত্র -ছাত্রী মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছে। মেধা তালিকায় মোট ৮৭ জন পড়ুয়া স্থান করে নিতে পেরেছে। পরীক্ষার ৫৭ দিন পর ফলাফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক সংসদ। পাশের হারে এগিয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version