মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মেধা তালিকায় ফের ধূপগুড়ি বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়। এবার উচ্চ মাধ্যমিকে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র অঙ্কুর রায় রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। শুধু তাই নয় এবারের এনডিএ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে সে।

WB Uccha Madhyamik Result 2023 Hooghly : মেধা তালিকায় একসঙ্গে ১৮ জন, উচ্চ মাধ্যমিকে ছক্কা হাঁকাল হুগলি
প্রসঙ্গত, জলপাইগুড়ি থেকে মাধ্যমিকের ফলাফলে প্রথম দশে স্থান পেয়েছিলেন একজন। ধূপগুড়ি বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয় স্মরণ দেবনাথ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে। মাধ্যমিকে মোট ৬৮৬ নম্বর পায় সে। স্মরণ জানায়, সাড়া দিন ছয়- সাত ঘণ্টা করে পড়ত। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা সময় দিতো স্মরণ। এখানেই শেষ নয়, কুইজের প্রতি দারুণ আকর্ষণ রয়েছে তার। মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করে স্মরণ।

WB Uccha Madhyamik Result 2023 : টিউশন শিক্ষকরা বেতন নিতেন না, কৃষক পরিবারের ছেলে আব্দুল উচ্চমাধ্যমিকে দশম
অন্যদিকে, জোড়া সাফল্যে খুশির মেজাজ অঙ্কুরের পরিবার। অন্যদিকে জলপাইগুড়ি সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সময়িতা দাশগুপ্ত এবং সুচেতনা জানা মেধা তালিকায় রাজ্যে দশম স্থান অধিকার কারেছে।
মেধা তালিকা প্রকাশ হতেই ছেলের সাফল্যে খুশির হাওয়া শুরু হয়ে যায় ধুপগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগর কলনীর বাসিন্দা রবিকান্ত রায়ের পরিবারে। তিনি ধূপগুড়ি পুরসভার চতুর্থ শ্রেণির কর্মী। মা ভারতী রায় গৃহ বধু।

WB Uccha Madhyamik Result 2023 : ভাই-বোন একসঙ্গে মেধা তালিকায়, আনন্দে আত্মহারা আরামবাগের কুণ্ডু পরিবার
অঙ্কুর রায় উচ্চ মাধ্যমিকে ৪৯১ নম্বর পেয়েছে। খবর ছড়িয়ে পরতেই তার বাড়িতে ভিড় জমাতে থাকে বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয়রা। অঙ্কুর জানিয়েছে দিনে কোনো বাঁধাধরা নিয়মে পড়াশুনা করতো না। পড়ার বাইরেও খেলাধুলা করতো সে।
অন্যদিকে, রাজ্যে দশম স্থানে রয়েছে জলপাইগুড়ি শহরের সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সময়িতা দাশগুপ্ত এবং সুচেতনা জানা। কলা বিভাগের এই দুই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৮৭। বুধবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করে সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন। এরপর থেকেই ওয়েবসাইটে দেখা যায় উচ্চমাধ্যমিকের ফলাফল।

WB HS Result 2023 : একই স্কুল থেকে ষষ্ঠ-সপ্তম স্থান, জোড়া সাফল্যে আনন্দের রেশ জঙ্গলমহলে
এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পরীক্ষার্থী আছেন। গতবছর এই সংখ্যাটা ছিল ২৭২। তখনই জানা যায় মেধাতালিকায় এ বার প্রথম দশে হুগলি থেকে ১৮ জন রয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিন পর প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জায়গা করে নেয়। পাশের হারের নিরিখেও কলকাতার স্থান রয়েছে দশম স্থানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version