এই সময়: সরকারি সাফল্যের খতিয়ান তুলে ধরতে হাতিয়ার এ বার কফি টেবিল বুক। নবান্ন সূত্রের খবর, দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্য সরকার মানুষের কাছে যে সব সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছে, সেই সব তথ্য জনসাধারণকে জানাতে কফি টেবিল বুক ছাপানো হচ্ছে। তাতে ছবি ও পরিসংখ্যান, দু’টোই থাকবে। বইগুলি রাজ্যজুড়ে বিলি করা হবে। পেশাদার এজেন্সিকে দিয়ে ভিডিয়ো ক্লিপিংসও তৈরি করা হবে। সে-সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে। টিভি চ্যানেলেও ছবি দেখানো হবে।

West Bengal Police : অপরাধের ঠিকুজি রাখতে সব থানাকে ট্যাব রাজ্যের
কফি টেবিল বুক তৈরির জন্যে দুয়ারে সরকারের সমস্ত তথ্য-পরিসংখ্যান জোগাড়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে-সব একত্রিত করে কফি টেবিল বুকে ছাপানো হবে। বইগুলি বিভিন্ন আকারের (এ-৪, এ-৫) হবে। ভিডিয়ো ক্লিপিংসগুলির কোনওটি হবে ৬০ সেকেন্ডের, কোনওটি ১২০ মিনিটের। কোনওটি আবার ৫ মিনিটের। ভিডিয়ো শুটে ড্রোন ক্যামেরারও সাহায্য নেওয়া হবে।

Kolkata Police : কলকাতা পুলিশের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত! ইন্সপেক্টর র‍্যাঙ্ক পেতে আরও অপেক্ষা
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই এই ধরনের উদ্যোগ সরকারের। দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম বড় সাফল্য। তাই পঞ্চায়েত ভোটে সেই অস্ত্রে শান দিতেই কফি টেবিল বুক এবং ভিডিয়ো ক্লিপিংস তৈরির সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তরের। ওই দপ্তরের এক শীর্ষ কর্তার অবশ্য দাবি, অতীতেও এই ধরনের কাজ হয়েছে। এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version