West Bengal News : আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বড় হাওদা এলাকা থেকে একটি দলছুট হস্তিশাবককে উদ্ধার করলেন বন দফতরের দলগাও রেঞ্জের বনকর্মীরা। পরবর্তীতে ওই হস্তিশাবককে জলদাপাড়াতে নিয়ে আসা হয়। হস্তিশাবকের বয়স আনুমানিক তিন মাস। বর্তমানে দুধ ছাড়া অন‍্য কিছুই খেতে পারে না সে। জলদাপাড়া জাতীয় উদ‍্যানের প্রশিক্ষিত এবং অভিজ্ঞ মাহুতের তত্ত্বাবধানে রাখা হয়েছে ওই হস্তিশাবককে। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ারের মাদারিহাটের মধ্য খয়েরবাড়িততে যে পূর্ণ বয়স্ক মাদি হাতিটির তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল, ময়নাতদন্তের সময় দেখা যায় হাতিটি দুগ্ধবতী ছিল।

Elephant Attack : বৃষ্টিতে সুপারি বাগানে তড়িদাহত হয়ে মৃত হাতি
বনকর্তাদের দাবি, ওই হাতির শাবকটি দিকভ্রান্ত হয়ে বীরপাড়ার দলমোড় চা বাগানের বড় হাওদা পর্যন্ত গিয়ে দলছুট হয়ে পড়ে। সোমবার সেই মা-হারা শাবকটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং সেন্ট্রাল পিলখানায় ঠাঁই দেওয়া হয়েছে। আপাতত ১৫ দিনের কোয়ারান্টাইনে রাখা হবে তাকে।

Assam State Zoo : বছরের শুরুতেই জোড়া সুখবর, ব্ল্যাক প্যান্থার-হস্তিশাবক পেল চিড়িয়াখানা ও কাজিরাঙা
বয়স কমপক্ষে সাড়ে চার মাস পর্যন্ত অপেক্ষা করা হবে। পুরুষ শাবকটিকে খাওয়ানো হচ্ছে গোলানো গুঁড়ো দুধ ও ওআরএস। এই বিষয়ে বন দফতরের এক কর্তা জানান, “চা বাগানবাসীদের তরফ থেকে আমাদের কাছে খবর আসে যে একটি হস্তিশাবক দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে।

খালে আটকে হস্তিশাবক, ভয়ে উদ্ধারকারীদের দিকে তেড়ে গেল মা, তারপর…
সেই সময় বনকর্মীরা গিয়ে ওই হস্তিশাবককে উদ্ধার করেন। বুঝতে পারা যায় যে হস্তিশাবকটি দলছুট হয়ে গিয়েছিল। কয়েকদিন আগেই মাদারিহাটের মধ্য খয়েরবাড়িততে একটি পূর্ণ বয়স্ক মাদি হাতির তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল। অনুমান করা হচ্ছে এই হস্তিশাবকটি সেই হাতিটিরই। হস্তিশাবকটিকে উপযুক্ত যত্ন নেওয়া হচ্ছে”।

ডেটলাইন আলিপুরদুয়ার: হারপিসে আক্রান্ত হাতি, উদ্বিগ্ন কর্তারা
প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগেই নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তের কলাবাড়ি সংলগ্ন মেচী নদীর পাড়ে এক হস্তিশাবককে উদ্ধার করে বন দফতর। নদী সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা খবর দেন বন দফতরকে। পরে কার্শিয়াঙ ডিভিশনের বন দফতরের কর্মীরা ঘটনাস্থল থেকে পৌঁছে হস্তিশাবককে উদ্ধার করেন।

বন দফতর সূত্রে খবর, হস্তিশাবক দলছুট হয়ে পড়ায় ঘোরাঘুরি করছিল খবর পেয়ে উদ্ধার করা হয়েছে। হস্তিশাবককে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কলাবাড়ি জঙ্গলে প্রায় ৩০টির বেশি হাতি রয়েছে এই মুহূর্তে। ওই হস্তিশাবকটি সেই দলেরই বলে অনুমান করা হচ্ছে। দলছুট হস্তিশাবকটিকে খুঁজতে গিয়ে হাতির দল যাতে জনবসতিতে হানা না দেয়, সেইদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version