উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বেশ কিছু জলের পাইপ উদ্ধার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপালনগর থানা এলাকার কামদেবপুর এলাকায় রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন ৮০ টিরও বেশি জলের পাইপ চুরি হয়ে যায় সেখান থেকে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে গোপালনগর থানার পুলিশ। এই ঘটনার তদন্ত নেমে গোপালনগর থানার ১৬ নম্বর রেলগেট এলাকা থেকে সন্দেহভাজন চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন হল শাহরুখ আহমেদ, তার বাড়ি চাকদায়।

North 24 Parganas News : ১ কোটি টাকার হেরোইন উদ্ধার বসিরহাটে, STF-এর জালে ২ পাচারকারী
বাকিরা হল সুব্রত সরকার, অনুপম বিশ্বাস ও বিধান মুন্ডা। এদের বাড়ি গোপালনগর থানা এলাকাতেই। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে গোপালনগর থানার পুলিশ। বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Uttar 24 Parganas : বিয়ের অনুষ্ঠানে নেচে রোজগারের প্রলোভন, ভিন রাজ্যে পাড়ি দিয়ে বিপদে তরুণী
গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশ জেরা করে চুরি হয়ে যাওয়া পাইপের মধ্যে ২৭ টি পাইপ উদ্ধার করে। সেই সঙ্গে একটি স্করপিও এবং একটি লরিও আটক করে পুলিশ। উদ্ধার হওয়া লরি, স্করপিও এবং জলের পাইপ বাজেয়াপ্ত করেছে গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অভিনব কায়দায় এই জলের পাইপগুলো চুরি করত।

Dakshin Dinajpur : বালুরঘাটে তল্লাশি অভিযান পুলিশের, উদ্ধার ৩০ হাজার টাকার নিষিদ্ধ বাজি!
সাধারণত তারা রাতের বেলাতেই এই চুরির কারবার করত। সাধারণ মানুষের যাতে সন্দেহ না হয় সে কারণে সরকারের ঠিকাকর্মী সেজেই তারা এই চুরির কারবার করত। এই বিষয়ে এদিন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা সাংবাদিক সম্মেলন করে জানান, “সাম্প্রতিক সময়ে গোপালনগর থানা এলাকার কামদেবপুরে জল প্রকল্পের কাজ চলাকালীন প্রায় ৮০ টিরও বেশি জলের পাইপ চুরি হয়ে যায়।

Barrackpur Shootout: ব্যারাকপুর শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ২, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা
সেই ঘটনার তদন্তে নেমে গোপালনগর থানার পুলিশ গোপালনগর ১৬ নং রেলগেট এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ২৭ টি জলের পাইপ সহ একটি লরি এবং একটি স্করপিও উদ্ধার করে”। তিনি আরও বলেন, “বাকি অনেকগুলি জলের পাইপ এখনও উদ্ধার করা যায়নি।

এই চারজনকে জিজ্ঞাসাবাদ করা জানার চেষ্টা চলছে সেগুলি কোথায় রয়েছে। আর যদি সেগুলি বিক্রি হয়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে উদ্ধার করা হবে, সেই বিষয়েও চিন্তা ভাবনা চলছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version