প্রতিদিনের মতো টিউশন থেকে এক বান্ধবীর সঙ্গে ফিরছিলেন ১৭ বছরের কিশোরী। এদিকে মাঝ রাস্তার শুনশান জায়গায় লুকিয়ে ছিল যুবক। ওই কিশোরী সেখানে পৌঁছতেই তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় সে। কয়েক মিনিটের মধ্যে রক্তে ভেসে যায় রাস্তা। ছাত্রীর গোঙানিতে আশপাশ থেকে ছুটে আসে লোকজন। এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত যুবক।

তড়িঘড়ি ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রী মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যেই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও সম্প্রতি সেই সম্পর্কে অবনতি হয়।

Love Affair : প্রতিবেশী বউদির সঙ্গে দেখা করতে এসে ‘দাদা’-র হাতে খুন যুবক, নদিয়ায় শোরগোল
ওই ছাত্রী জমশেদপুর উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়। পুলিশ সূত্রে খবর, হোগলবাড়িয়া থানা এলাকার সুন্দলপুর মৈত্র পাড়ার যুবক ব্রজেন মণ্ডলের সঙ্গে বছর তিনের ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী কিশোরী সোনালী চক্রবর্তীর। বছরখানেক আগে থেকে সম্পর্কে অবনতি হয়।

ঝামেলা গড়ায় থানা পর্যন্ত। তবে সেই সময় সমস্তকিছু মিটমাট হয়ে যায়। এরপর থেকে ওই কিশোরী আর ব্রজেন সঙ্গে সম্পর্ক রাখতে রাজি ছিলেন না। এদিকে ওই যুবক সম্পর্ক ছিন্ন করতে রাজি হননি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক।

Siliguri Murder Case : টোটোর জন্য যুবক খুন! শিলিগুড়িতে চাঞ্চল্য, গ্রেফতার অভিযুক্ত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ সুন্দলপুর থেকে করিমপুরে টিউশন পড়তে যাচ্ছিলেন ওই ছাত্রী। সেই সময় চরকতলা মোড়ে লুকিয়ে ছিল ব্রজেন। কাছাকাছি যেতেই ধারাল অস্ত্র সোনালীর উপর চড়াও হয় ব্রজেন। পরপর এলোপাথাড়ি কোপে লুটিয়ে পড়েন ছাত্রী।

Siliguri News: ত্রিকোণ প্রেমের জেরে ঝামেলা! যুবক খুনে অভিযুক্তের বাড়িতে আগুন ধরাল উত্তেজিত জনতা
তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। ছাত্রীকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যেই হোগলবাড়িয়া থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক ব্রজেন মণ্ডল। প্রেমে প্রত্যাখ্যানজনিত কারণে মানসিক অবসাদ থেকে এই খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ।

Purba Medinipur News : নিজের স্ত্রীকে মারধর-ছেলেকে খুনের অভিযোগ! হাড়হিম করা ঘটনা নন্দকুমারে
ঘটনার প্রত্যক্ষদর্শী জ্যোৎস্না সরকার বলেন, “বাড়ির কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ। একটি মেয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তাকে একটি ছেলে দা দিয়ে কোপাচ্ছে। আমি ছুটে যেতেই ছেলেটি পালিয়ে যায়। দুই জনেই আমার চেনা ছিল।” অন্যদিকে, মৃত ছাত্রীর বাবা স্বপন চক্রবর্তী জানিয়েছেন, তাঁর মেয়েকে উতক্ত করত ওই ছেলে। ব্রজেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version