পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই জেলায় জেলায় অশান্তির চিত্র। মনোনয়ন নিয়ে শুরু হয়ে গিয়েছে দ্বন্দ্ব তরজা। সমবায়ের মডেল অতীত, নন্দকুমারেই সিপিএম নেতাকে মনোনয়ন জমা দিলে জানে মেরে দেওয়ার হুমকির অভিযোগ BJP-র বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পুলিশের পরিচয় দিয়ে সিপিএম নেতাকে মনোনয়ন না দেওয়ার জন্য ভয় দেখানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে।

ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। জানা গিয়েছে, রবিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ সিপিআই(এম) নন্দকুমার এরিয়া কমিটির সম্পাদক সন্দীপ জানার বাড়িতে একটি মোটর বাইকে করে এসে উপস্থিত হয় দুই ব্যক্তি। একজনের নাম সুদাম বেতাল। ওই ব্যক্তি নন্দকুমার ব্লকের বিজেপির নেতা হিসেবে এলাকায় পরিচিত। অন্য যে ব্যক্তি এলাকায় এসে নিজেকে পুলিশ পরিচয় দেন, তার নাম ঘনশ্যাম খাঁ। বাড়ি ব্যাবর্তা এলাকার টোটাবেরিয়ায়। সিপিআই(এম) নেতা সন্দীপ জানা অভিযোগে জানিয়েছেন, ওই দুই ব্যক্তি তাঁর বাড়িতে এসে তাঁকে হুমকি দেয়।

CPIM Tmc Clash : CPIM-কে মনোনয়নে বাধা! বাইক বাহিনীর তাণ্ডবে ধুন্ধুমার, রণক্ষেত্র রানিনগর

সিপিআই(এম) নেতা জানান “এই দুই ব্যক্তি বাড়িতে এসেই জোরে জোরে ডাকতে থাকে। আমি বাইরে বেরিয়ে আসতেই আমাকে বলে আপনার নাম কি সন্দীপ জানা ? আপনি কি সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক ? আমি হ্যাঁ বলি। তখন ওই দুই ব্যক্তি আমাকে বলে এই ব্যবর্তাহাট পশ্চিম ও পূর্ব গ্রাম পঞ্চায়েতে সিপিএমের যেন কোনও প্রার্থী না থাকে। আপনারা কোনও বুথে প্রার্থী দাঁড় করাবেন না। আমি জানতে চাই কেন ? তখন ওই দুই ব্যক্তি জানায়, এই কেনও-এর কোনও উত্তর আপনাকে দেব না। আপনাকে প্রার্থী দিতে না বলা হয়েছে আপনি প্রার্থী দেবেন না। আর যদি প্রার্থী দেন তাহলে এলাকায় প্রচার করতে দেব না। খুব খারাপ হয়ে যাবে। আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না আর আপনার লোকেদেরও অবস্থা খারাপ হবে। আমি প্রতিবাদ করতে গেলে আমার উপরে চড়াও হয়। আর এ ঘটনা আমার বাড়ির পাশাপাশি লোকেরা জানতে পেরে তারা এই দুই ব্যক্তিকে প্রতিরোধ করে। উল্টে ওই দুই ব্যক্তি চলে যাওয়ার সময় লাগাতার হুমকি দিতে থাকে।”

Panchayat Election : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক

এই ঘটনায় হুমকি দেওয়া ওই বিজেপি নেতার সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হয় কিন্তু তাদের ফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বিজেপি নেতার সঙ্গে যে ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল সে হাওড়া জেলায় পুলিশে কর্মরত। যে মোটর বাইকে করে এই দুই ব্যক্তি হুমকি দিতে এসেছিল মোটরবাইকের নাম্বারটিও নোট করে রেখেছিলেন সন্দীপ জানা । সেই মতো এ ঘটনায় নন্দকুমার থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

Co Operative Election: পঞ্চায়েত নির্বাচনের আগেই দাসপুরে সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়

নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝা বলেন “একটা অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় সিপিআই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন “সাধারণ গ্রামের মানুষ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধেছে। তৃণমূল, বিজেপি ও পুলিশ যৌথভাবে সিপিআই(এম)কে এই পঞ্চায়েত নির্বাচন থেকে বিরত করতে চাইছে ভয়-ভীতি হুমকি দিয়ে। কারণ গ্রামের মানুষ মনস্থির করে নিয়েছে যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তারা বামপন্থীদেরকে নির্বাচিত করবে। নন্দকুমার এর ঘটনা তা প্রমাণ করছে। ঘটনায় সন্দীপ জানা বলেন নন্দকুমার এলাকায় সিপিআই(এম)’র প্রতি মানুষের আস্থা বাড়ছে তা বিজেপি ও তৃণমূল বুঝতে পেরেছে। তাই যে কোনও প্রকারে সিপিআই(এম)কে আটকাতে নানাভাবে কৌশল অবলম্বন করতে চাইছে। তবে সিপিআই(এম)’র কর্মীরা পিছু হটবে না। সমস্ত বুথেই লড়াই হবে।

মনোনয়ন পত্র নিয়ে দৌঁড় প্রার্থীদের!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version