এই সময়: রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিনা পয়সায় ডায়গনস্টিক পরিষেবা দেওয়ার জন্যে মোট ১৬ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই টাকায় সিটি স্ক্যান, ডিজিটাল রেডিয়োগ্রাফি, এমআরআই এবং পেট সিটি স্ক্যানার যন্ত্র কেনা হবে। এ ছাড়াও ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টারের জন্যে ৬৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ন্যাশনাল ফ্রি ডায়গনস্টিক সার্ভিসেস (এনএফডিসি) প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে ‘পিপিপি’ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ডায়গনস্টিক সেন্টার তৈরি হয়েছে। সেই পরিষেবা আরও সম্প্রসারিত করতেই নতুন যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। তার জন্যে রাজ্যের প্রথমসারির মোট ৯টি হাসপাতালকে অর্থ মঞ্জুর করা হয়েছে।
ন্যাশনাল ফ্রি ডায়গনস্টিক সার্ভিসেস (এনএফডিসি) প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে ‘পিপিপি’ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ডায়গনস্টিক সেন্টার তৈরি হয়েছে। সেই পরিষেবা আরও সম্প্রসারিত করতেই নতুন যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। তার জন্যে রাজ্যের প্রথমসারির মোট ৯টি হাসপাতালকে অর্থ মঞ্জুর করা হয়েছে।
এই তালিকায় রয়েছে বিসি রায় শিশু হাসপাতাল, এসএসকেএম, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস, রামরিকদাস হরলালকা হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল, রফি আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজ, পুরুলিয়া ও জলপাইগুড়ি হাসপাতাল। ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টার চালানোর জন্যে টাকা পাচ্ছে এসএসকেএম, মালদা মেডিক্যাল কলেজ, ডক্টর বিএন বোস হাসপাতাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল এবং দুর্গাপুর ও কাটোয়া মহকুমা হাসপাতাল।