সন্দীপ প্রামাণিক: সাঁতার না জানা সত্ত্বেও নদীতে? পিকনিক করতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর। পরিবারের শোকের ছায়া। দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার নৈনানে।

জানা গিয়েছে, মৃতেরা হলেন অরিত্র বসু ও সানু প্রসাদ। অরিত্রের বাড়ি বেহালার পর্ণশ্রীর নবপল্লিতে, আর শানুও বেহালারই পাঠক পাড়ায় বাসিন্দা। গতকাল, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে করতে গিয়েছিলেন দু’জনে। কোথায়? ডায়মন্ড হারবারের নৈনানে। 

আরও পড়ুন: Raju Jha Murder: কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের রহস্য লুকিয়ে বিহারের এক জেলে? চাঞ্চল্যকর তথ্য সিটের হাতে

কীভাব দুর্ঘটনা? পুলিস সূত্রের খবর, নৈনানে পৌছানোর পর নদীতে স্নান করতে নামেন সকলে। তখনই তলিয়ে যান অরিত্র ও শানু।  এরপর নদীতে তেকে তাঁদের দেহ উদ্ধার করেন জেলেরা।

এদিকে থানা ফোনে করে খবর দেওয়া হয় মৃতদের বাড়িতে। অরিত্রের মা বলেন, ‘জায়গা বলেছে, আমরা ঠিক খেয়াল নেই। ও পৌনে সাতটার সময়ে বেরিয়েছে। ও সাঁতার জানে না। আমি বললাম, তুই সাঁতার জানিস না, জলে নামবি না। চলে গেল’। তারপর? তিনি জানালেন, ‘ফোন করলাম, ফোন ধরল। বলল, আমি থানা থেকে বলছি, ওরা তিন বন্ধুতে জলে নেমেছিল। ২ জন তলিয়ে গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version