এই সময়: এবার কি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন ছাত্রছাত্রীরাই, শুক্রবার রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের একটি মন্তব্যে তা নিয়েই শুরু হয়েছে জলঘোলা। এ দিন কালিম্পং কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে বোস বলেন, ‘দেশে প্রথমবার বাংলা থেকে ছাত্র-উপাচার্য করা হবে। যাঁরা ভালো এবং উজ্জ্বল পড়ুয়া, তাঁরাই আগামীদিনে ভিসি হবেন। এটা দেশে তো প্রথমই, এমনকী বিশ্বেও হয়তো প্রথমবার হবে।’ তাহলে কি রাজ্যপাল এবার পড়ুয়াদের মধ্যে থেকেই উপাচার্য হিসেবে কাউকে দায়িত্ব দেবেন? বক্তব্যে রাজ্যপাল অবশ্য এর কোনও বিশদ ব্যাখ্যা দেননি।

CV Ananda Bose : দুর্নীতি দমনে কমিটি, প্রশ্ন রাজ্যপালের নির্দেশ ঘিরে
তবে শিক্ষামহলে দুটি মতামত উঠে আসছে। একাংশ মনে করছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাতে বেনজির অবস্থান নিয়েছেন বোস। তাঁর কথাতেই স্পষ্ট যে এবার পড়ুয়ারাও রাজ্যে উপাচার্য হওয়ার দৌড়ে সামিল হতে পারেন। আবার অন্য অংশের ব্যাখ্যা, পড়ুয়াদের উৎসাহ দিতে হয়তো তিনি এই কথা বলে থাকতে পারেন। ভালো করে পড়াশোনা করলে আগামীতে উপাচার্যের চেয়ার যে তাঁদের জন্যও সংরক্ষিত থাকবে সেই বার্তা দিতে খানিকটা আলঙ্কারিক অর্থেই ‘স্টুডেন্ট-ভিসি’ নিয়োগের কথা বলেছেন তিনি।

CV Ananda Bose : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা! ব্যাপক বিক্ষোভ TMCP-র
তবে পরে এ ব্যাপারে বোস কোনও ব্যাখ্যা না দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর শুধু মনে করিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকলেই ইউজিসির নিয়ম অনুযায়ী কেউ উপাচার্য হতে পারেন। কিন্তু অনেকের মতে, সেই নিয়ম তো স্থায়ী ভিসিদের জন্য। অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে আলাদা করে কোনও যোগ্যতামান নেই।

Kolkata High Court : হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! ‘রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ’
সাধারণ ভাবে স্থায়ী উপাচার্যের যোগ্যতামানকেই এতকাল অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে মান্যতা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে যে সব ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করেছেন বোস, সেখানে ইউজিসির ওই নিয়ম মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে সেই সূত্রে পড়ুয়ারাও কি ভিসির চেয়ারে গিয়ে বসতে পারবেন? তার কোনও স্পষ্ট ব্যাখ্যা শুক্রবার রাত পর্যন্ত রাজভবনের তরফে পাওয়া যায়নি।

এ ছাড়াও তিনি ছাত্র ও শিক্ষক সমাজকে উৎসাহ দেওয়ার জন্য তিনটি পুরস্কার দেবেন বলে ভারপ্রাপ্ত ভিসিদের বৈঠকে জানিয়েছেন রাজ্যপাল। তার মধ্যে শিক্ষকদের জন্য সেরা শিক্ষাবিদ, সেরা ছাত্র ও সেরা গবেষক অ্যাওয়ার্ড দিতে চান বোস। সেরা শিক্ষাবিদকে ৫ লক্ষ টাকা, বাকি দুটি ক্যাটাগরিতে ২ লক্ষ টাকা করে পুরস্কার মূল্য নির্ধারণ করেছেন তিনি। যা নিয়েও নানা সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে বোসকে।

CV Ananda Bose : দিশাহীন বিশ্ববিদ্যালয়, আজ উপাচার্যদের সঙ্গে বৈঠকে বোস
স্টুডেন্ট-ভিসি নিয়োগের প্রস্তাবকে একই সঙ্গে হাস্যকর বলে দাবি করেছে যুযুধান দুই পক্ষ এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য, ‘ভিসি হওয়া কি পড়ুয়াদের কাজের মধ্যে পড়ে? উনি এ সব স্টান্টবাজি না করে ছাত্র সংসদ নির্বাচন করানো এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারক সংস্থাগুলিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করলে ভালো হয়।’

Chiranjeet Chakraborty: ‘রাজ্যপালের একটু বুঝে চলা উচিত…’, রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহে মন্তব্য চিরঞ্জিতের
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কটাক্ষ, ‘আমরাও স্টুডেন্ট-রাজ্যপাল নির্বাচিত করতে চাই। রাজভবনের সিটটা উনি তাঁদের ছেড়ে দিন।’ শিক্ষাবিদ ও প্রাক্তন উপাচার্য পবিত্র সরকারের কথায়, ‘পুরস্কার দেওয়ার আসল মঞ্চ তো সমাবর্তন অনুষ্ঠান। আমি যতদূর জানি রাজ্যপালের অর্থ বরাদ্দ হয় রাজ্য সরকারের তরফে। এই পুরস্কার চালু করার আগে ওঁর উচিত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version