West Bengal Panchayat Election : ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজ্যের মহিলাদের জন্য সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। প্রাথমিকভাবে, রাজ্যের বিরোধী দলগুলোর মুখে এই প্রকল্পের বিরোধিতা শোনা গেলেও প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২০০০ করে দেওয়ার কথা শোনা যাচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে। সেটাকেই অস্ত্র করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Lakhir Bhandar Abhishek Banerjee: &amp#39;লক্ষীর ভাণ্ডারকে ভিক্ষা বলেছিল, এখন নিজেরাই বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবে!&amp#39; কটাক্ষ অভিষেকের
বুধবার পূর্ব বর্ধমান জেলায় প্রচারে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের খোঁচা দিয়ে বলেন, ” সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কে বেশি ঢপ মারবে।” এই প্রসঙ্গে দেশের কালো টাকা উদ্ধারের পর ১৫ লাখ টাকা প্রতিটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ দেওয়ার বিষয়টি টেনে আনেন অভিষেক।

Abhishek Banerjee : &amp#39;BJP মাসিক ১০০০ টাকা দিলে রাজনীতি ছেড়ে দেব&amp#39;, চ্যালেঞ্জ অভিষেকের
তাঁর কথায়, “প্রধানমন্ত্রী তাঁর পদের মর্যাদা রেখে বড় ঢপ মারছে, বিরোধী দলনেতা ছোট পদে থেকে ছোট ঢপ মারছে।” অভিষেকের কথায়, প্রধানমন্ত্রী বলেছিলেন ১৫ লাখ দেবে, শুভেন্দু – সুকান্তরা বলছে ২০০০ দেবে। যে আপনার প্রাপ্য টাকা আটকে রেখেছে, সে আপনাদের অনুদান দেবে? প্রশ্ন তোলেন অভিষেক।
ভোট প্রচারের শেষ লগ্নে এসে জনসমর্থন কুড়িয়ে নেওয়ার শেষ চেষ্টা করে যাচ্ছে শাসক-বিরোধী উভয় শিবিরই। বুধবার পূর্ব বর্ধমান জেলায় ভোট প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে আক্রমণ করেন অভিষেক।

WB Panchayat Election 2023 Abhishek Banerjee: &amp#39;বাকি সিনেমা দিল্লিতে দেখাব…&amp#39;, বারবনির সভা থেকে হুঙ্কার অভিষেকের
তাঁর বক্তব্যে উঠে আসে, ‘কানে শুনে নয়, চোখে দেখে’ ভোট দেওয়ার বিষয়। উদাহরণ স্বরূপ, কেন্দ্রীয় আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিলেও তৃণমূল সরকার একাধিক জনহিতকর প্রকল্প চালিয়ে আসছে, সে কথা তৃণমূল কর্মী, সমর্থকদের সামনে তুলে ধরেন তিনি।
অভিষেক এদিন বলেন, ‘সমাজের একটা প্রথা ছিল, চোর চুরি করে জেলে যায়, এখন প্রথা চোর চুরি করে জেলে যায় না, বিজেপিতে যায়।’ একাধিক দুর্নীতির অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে থাকলেও তাঁদের বিরুদ্ধে দলগত হিসেবে বিজেপি কোনও ব্যবস্থা নেয় না বলে দাবি করেন অভিষেক।

Abhishek Banerjee : পাটনায় পাশাপাশি, বাংলায় তবু মমতার বিরুদ্ধে ফাইট
পাশাপাশি, তিনি এটাও জানান দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন অন্যান্য দুর্নীতিগ্রস্থ নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের সমস্ত পঞ্চায়েতের তিনটে স্তরের কাজের পর্যালোচনা তিনি নিজে করবেন বলে দাবি করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

WB Panchayat Election : ভোটের বাজারে হঠাৎ উইকেটের চাহিদা তুঙ্গে

এছাড়াও, আগামী দেড় থেকে দুমাসের মধ্যে রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে রাখায় দিল্লির বুকে গিয়ে আন্দোলন খাঁড়া করার বিষয়েও বার্তা দেন অভিষেক। ভোট মিটলেই প্রায় দশ লাখ বাংলার বাসিন্দাদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ দায়িত্বে কেন্দ্রীয় আর্থিক বরাদ্দ আদায়ের জন্য আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version