Governor Of West Bengal : তিন অধ্যাপককে রাজভবনে তলব, ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ? – governor of west bengal c v ananda bose chancellor of universities has called 3 professors at raj bhavan


উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই ৩ অধ্যাপককে ডেকে পাঠান হল রাজভবনে। বর্ধমান, বিদ্যাসাগর ও বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে ওই তিন অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠান হয়েছে বলে সূত্রের খবর। এর আগে শুক্রবারই রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের উপাচার্যের দায়িত্বভার বুঝে নিয়েছেন গৌতম মজুমদার।

বিগত কিছুদিন ধরেই চলছে সংঘাত
প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে বিগত বেশকিছুদিন ধরেই রাজভবন-নবান্ন সংঘাতের আবহ তৈরি হয়েছে। শিক্ষা দফতরকে না জানিয়েই রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপাচার্য নিয়োগ করেছেন বলে অভিযোগ ওঠে। রাজ্যপাল অস্থায়ী উপাচার্য নিয়োগ করায় তাঁদের বেতন–সহ অন্যান্য সমস্ত সুযোগসুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্যের তরফে। এমনকী সেই মর্মে নির্দেশিকাও জারি কার হয়।

Governor CV Ananda Bose: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা রাজ্যপালের, গ্রাউন্ড জিরোর রিপোর্ট দেবেন বোস? জল্পনা
কিছুদিন আগে তিন মাসের অন্তর্বর্তী উপাচার্যদের মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ীভাবে উপাচার্য নিয়োগ করেছিলেন সি ভি আনন্দ বোস। আর তারপরেই রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও আলোচনা না করেই এই নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য। সেক্ষেত্রে রাজ্যপালের দ্বারা নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের নিয়োগ ফিরিয়ে নেওয়ার অনুরোধও জানান হয়েছিল শিক্ষামন্ত্রীর তরফে। কিন্তু, তারমধ্যে মাত্র একজন বাদে বাকি দশজনই উপাচার্য পদে কাজে যোগদান করেছিলেন।

CV Ananda Bose : ‘আপনার একটি ভোটই পরিস্থিতি বদলাতে পারে…’, অশান্তির চিত্র দেখে আবেদন রাজ্যপালের
এরপরেই নিযুক্ত উপাচার্যদের নির্দেশ দেওয়া হয় তাঁরা যেন বেতন ও ভাতা গ্রহণ না করেন। সেই মর্মে উচ্চশিক্ষা দফতরের তরফে একটি চিঠিও পৌঁছায় বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে। তাতে বলা হয়, সংশ্লিষ্ট আইন ও তার বিধি মেনে উচ্চশিক্ষা দফতরের মন্ত্রীর সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই ওই নিয়োগগুলি করা হয়েছে, যা আইনত কখনওই বৈধ নয়।

CV Ananda Bose : পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তপ্ত পরিস্থিতির মাঝেই বৈঠকে শাহ-বোস, আজই বড় সিদ্ধান্ত?
আদালত যা বলেছে…
এদিকে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। তবে সেই মামলায় আদালতে ধাক্কা খেতে হয় রাজ্য সরকারকে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যের ১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ। দায়ের হওয়া মামলাটিও খারিজ করে দেয় হাইকোর্ট। পাশাপাশি উপাচার্যদের বেতন-সহ অন্যান্য যে সমস্ত বন্ধ করা হয়েছিল, সেগুলিও অবিলম্বে চালু করার নির্দেশ দেওয়া হয় ডিভিশন বেঞ্চের তরফে।

Basanti Murder Case : ‘বাবা যুব তৃণমূল, ভয় দেখাতো মাদার’ গোষ্ঠীদ্বন্দ্বেই নিহত জহিরুল!

এরপরেই রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গৌতম মজুমদারকে ম্যাকাউটের উপাচার্য হিসেবে বেছে নেন আনন্দ বোস। শুক্রবার নিজের দায়িত্বভারও বুঝে নিয়েছেন গৌতমবাবু। সেক্ষেত্রে এবার এই তিন অধ্যাপককে ডেকে পাঠানও নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজ্যের শিক্ষামহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version