‘বাংলার মানুষ তাঁর কাছা খুলে দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে আর ফুটবে না পদ্ম। দিদি বলেছিলেন, সেমি ফাইনালে পঞ্চায়েত আর ফাইনালটা মোদী। বাংলার মানুষ কথা রেখেছে আমরা জিতেছি।’ এদিন রাজ্যের বিরোধী নেতার বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন সুপ্রকাশ গিরি।
Source link