এই সময়: অর্থ দপ্তরের গ্রুপ ডি কর্মীদের পদোন্নতির জন্য তথ্যভাণ্ডার আপডেট করার কাজ শুরু হলো। ইতিমধ্যেই ৫৭ জন গ্রুপ ডি কর্মীর একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় তাঁদের নাম, জন্ম তারিখ, চাকরিতে যোগদানের তারিখ, জাতিগত পরিচয় ইত্যাদির তথ্য রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণত বয়সের তারতম্য অনুযায়ী পদোন্নতি সংক্রান্ত গ্রেডেশন হয়।
অর্থাৎ, একই দিনে দু’জন চাকরিতে যোগ দিলে, যাঁর বয়স বেশি, তিনি এই গ্রেডেশনে সিনিয়র গণ্য হন। এই বিষয়ে ১৭ জুলাই একটি নির্দেশিকায় এক অর্থকর্তা জানিয়েছেন, এই তালিকা যেন সংশ্লিষ্ট কর্মীদের হাতে পৌঁছয়। যাতে তথ্যগত কোনও ভুলত্রুটি থাকলে তাঁরা যেন তা সংশোধনের সুযোগ পান।