এই সময়: একদিকে টানা পঞ্চায়েত মামলা শোনা, আর তারই মধ্যে অন্য মামলার পাহাড় জমে যাওয়ায় আদালতের হতাশা প্রকাশ অব্যাহত। বুধবার বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত মামলার শুনানির মধ্যেই বলেন, ‘কমিশন যদি আরও একটু প্রোঅ্যাক্টিভ হতো, তা হলে কোর্টকে এত নির্দেশ দিতে হতো না। বাড়তি মামলার ভার জমত না।’ কমিশনের আইনজীবী বলার চেষ্টা করেন, কমিশন ওভারবার্ডেন্‌ড। বিচারপতির বক্তব্য, ‘আমি মানছি কমিশনের চাপ মাত্রাতিরিক্ত। কিন্তু এইগুলো তো কমিশনকেই দেখতে হবে।’

Calcutta High Court : বিরোধীরা জিতলেও তৃণমূলকে সার্টিফিকেট! BDO-র বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি বিচারপতি সিনহার
এদিন বিচারপতি সিনহা একহাত নেন মামলাকারীদেরও। তাঁর বক্তব্য, কেন পুলিশ নিষ্ক্রিয়তার জন্য গঠিত এজলাসে যাচ্ছেন না কিংবা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করছেন না? এই একটা এজলাসে সব মামলা শোনা কি সম্ভব! পঞ্চায়েত সংক্রান্ত মামলায় পুলিশের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে সম্প্রতি পুলিশ সংক্রান্ত মামলা স্থানান্তরিত হয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে গিয়েছে। সেখানে মামলার ফল কী হবে, তা নিয়ে সন্দিহান বহু আইনজীবী বিচারপতি সিনহার এজলাসে ভিড় করছেন বলে ব্যাখ্যা মক্কেলদের একাংশের।

Panchayat Election Ballot Case: ‘রাস্তায় পড়ে গোছা গোছা ব্যালট! তাহলে ভোটের স্বচ্ছতা কোথায়?’ ব্যালট মামলায় ভর্ৎসনা বিচারপতি সিনহার
এ দিন পঞ্চায়েতের অনেকগুলি মামলার শুনানি হয়। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতে নির্দল জয়ী হতেই শাসকদলের প্রার্থী তার ব্যালট ছিনতাই করে বলে মামলা হয়েছে। বারাসতে কাউন্টিং সেন্টারের বাইরে, প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালট পেপার উদ্ধারে দায়ের হওয়া মামলায় ২০ জুলাই মহকুমার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে তলব করেছেন বিচারপতি সিনহা। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে মামলায়। কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

WB Panchayat Election : টাকা কামাতে ভোটে জেতার মরিয়া চেষ্টা? কটাক্ষ হাইকোর্টের
আবার হাওড়ার পাঁচলা ব্লকে পোলিং বুথ এবং কাউন্টিং স্টেশন থেকে সিসিটিভি ক্যামেরা চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দাবি, তারপরেই রিগিং করে জিতেছে শাসকদল। পাঁচলার ঘটনায় বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে দায়ের হয় মামলা। অভিযোগ, নির্বাচন ও গণনার দিন জোর করে বিরোধী দলের এজেন্টদের দিয়ে লগবুক সই করিয়েছেন বিডিও। কমিশন ও বিডিওকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে জমা দিতে হবে প্রিসাইডিং অফিসারের ডায়েরি। সেখানকার সিসিটিভি ফুটেজ ও ব্যালট সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version