জ্যোতিষের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের প্রলোভনে পা দিয়ে প্রতারণার শিকার হন অনেকে। কোনও কোনও ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রসাধানা বা ঝাড়ফুঁকের নামে বোকা বানানো হয়। জীবনের সমস্যা দূর করতে মন্ত্র ঝাড়ফুঁক করে টাকা-সোনার গহনা হাতিয়ে নেবার অভিযোগে ধৃত নদিয়ার এক মহিলা। উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজী পল্লিতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, গোলঘর নেতাজী পল্লির বাসিন্দা ঝর্ণা মণ্ডলের বাড়িতে হানা দেয় এক মহিলা। ঝুঁড়িতে সাপ নিয়ে নিজেকে বেদেনী দাবি করে ঝর্ণা দেবীর সম্পত্তি দ্বিগুণ করার প্রলোভন দেয় ওই মহিলা। মন্ত্র পরলে সোনার অলংকার ও টাকা-পয়সা বাড়বে বলেও দাবি করা হয়।

South 24 Parganas News : ‘ঠাকুমা, গয়না খুলে ব্যাগে রাখুন…’, ফিল্মি কায়দায় ছিনতাই জয়নগরে
লোভনে পা দিয়ে ঝর্ণা দেবী আলমারি থেকে নগদ ১৫ হাজার টাকা-সহ সোনার চেন কানের দুল-সহ বেশ কিছু গয়না বের করে ওই বেদেনী হিসেবে পরিচয় দেওয়া ওই মহিলার সামনে রাখেন। ওই মহিলা ফুঁ দিয়ে টাকা ও গহনা ওড়নায় জড়িয়ে ফের আলমারিতে রাখতে বলেন। এরপর ঝর্ণাদেবী চা বানাতে অন্য ঘরে যান। চা খেয়ে সেখান থেকে সরে পড়েন অভিযুক্ত মহিলা।

Nadia News : মাঝরাতে পরিবারের সদস্যদের ঘরে আটকে ডাকাতি! নদিয়ায় কয়েক লাখ টাকার গয়না নিয়ে চম্পট\
ওই মহিলা চলে যাবার কয়েকঘন্টা বাদে ঝর্ণাদেবী আলমারি খুললে তাঁর মাথায় হাত পড়ে যায়। তিনি আলমারি খুলে দেখেন টাকার বদলে কাগজপত্র এবং সোনার ঘনার বদলে ইমিটেশনের গয়না পড়ে রয়েছে। তার মাথায় বাজ পড়ে। কী করবেন প্রাথমিকভাবে বুঝে উঠতে পারছিলেন না। পরিবারের সদস্যদের পরমার্শে তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন রাতে জগদ্দল থানায় দায়ের হয় অভিযোগ।

ঝর্ণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জগদ্দল থানার পুলিশ। তদন্তে নেমে নদিয়ার চাকদহ থানার পাঁচপোতা থেকে হাজরা বিবি শেখ নামে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কোনও চক্রের যোগ রয়েছে কি না, ধৃত মহিলাকে জেরা করে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

I Phone 14 : আইফোন ১৪ কিনতে টাকা প্রয়োজন! আটমাসের শিশুপুত্রকে বিক্রি পানিহাটির দম্পতির
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝর্ণা বলেন, ‘কী কারণে যে অন্ধের মতো ওই মহিলাকে বিশ্বাস করলাম, এখন ভাবতে লজ্জা লাগছে। এখন বুঝতে পেরেছি এই ধরনের বুজরুকি করে কী ভাবে সাধারণ মানুষকে বোকা বানানো হয়। আমি যে ভুল করেছি, অন্য কেউ যেন কখনও না করেন। সবাই সতর্ক থাকুন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version