চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে এক কিশোরীকে গাড়িতে তুলছে পুলিশ। তাও আবার কোনও মহিলা পুলিশ ছাড়াই চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই ঝড় উঠেছে সমালোচনার। ভালোবাসার টানে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা কিশোরীকে ঘরে ফেরাতে গিয়ে এমনই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেই।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার কোতুলপুরে গত কয়েকদিন আগে প্রেমিককে বিয়ে করবে বলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় স্থানীয় এক কিশোরী। বুধবার রাতে পরিবারের লোকজন ওই কিশোরীকে কোতুলপুর থানার নেতাজি মোড় এলাকায় দেখতে পান। পরিবারের লোকজন কিশোরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কোনওভাবেই বাড়ি ফিরতে চায়নি ওই কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। অভিযোগ, সেই সময় ট্রাফিক পুলিশের এক আধিকারিক কিশোরীর চুলের মুঠি ধরে তাকে গাড়িতে তুলে। জয়পুর কোতুলপুর সাব ট্রাফিক গার্ডের ওসি অলকেশ পতি তিনি নিজে ওই কিশোরীকে চুলের মুঠি ধরে গাড়িতে তুলছেন। কোনও পুরুষ পুলিশ আধিকারিক কীভাবে একজন কিশোরীকে এভাবে চুলের মুঠি ধরে গাড়িতে তুলতে পারেন, তা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে ।
Cooch Behar News : অত্যন্ত লজ্জাজনক! কোচবিহারে নাবালিকা মৃত্যুতে মুখ খুললেন জেলা পুলিশ সুপার

এবিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবব্রত বিশ্বাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘তৃণমূল দলটাই এমন যে কখনও মেয়েদের দন্ডি কাটায় কখনও কাউকে চুলের মুঠি ধরে তুলছে একমাত্র তাদের পক্ষেই সম্ভব। এখন পর্যন্ত তিনি আধিকারিক থাকেন কী করে? তাকে সাসপেন্ড করা উচিত। তৃণমূল সরকার মহিলাদেরকে পাঁচশো টাকা দিয়ে তাদের মান সম্মান সমস্ত কিছু যেন কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।’এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি বিধানসভায় আছেন না জেনে কোনও মন্তব্য করবেন না। তবুও তিনি জানান, ‘মেয়েদের গায়ে যে কেউ হাত দেওয়া সে তো অন্যায়।’

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীদের মতে, ‘কিশোরী মেয়েটি এতটাই বেয়াদপি করছিলেন যে ওই পুলিশকর্মী মেজাজ হারিয়ে অভিভাবকের মতো চুলের মুঠি ধরে গাড়িতে তুলেছেন।’ কিন্তু তাতেও কমছে না বিতর্ক। কিশোরীর সঙ্গে এমন ব্যবহারের নিন্দা চলছে সর্বত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version