জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘র‌্যাগিং নিয়ন্ত্রণে কড়া আইন আনা উচিত’। যাদবপুরকাণ্ডের তীব্র নিন্দা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ‘বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই হওয়া মূল লক্ষ্য হওয়া উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা লজ্জার’।

আরও পড়ুন: JU Student Death: থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৩

যাদবপুরকাণ্ডে ধরপাকড় অব্যাহত। ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। সেই তালিকায় এবার আরও ৩। পুলিস সূত্রে খবর, ধৃতেরা হলেন নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সত্যব্রত রাই। নাসিম  ও হিমাংশু যাদবপুরের প্রাক্তন ছাত্র। কম্পিউটার সায়েন্স বিভাগের চতু্র্থ বর্ষের পড়ুয়া।

৯ অগস্ট হস্টেলে ৩ তলা থেকে নিচে পড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়া। পরের দিন, ১০ অগস্ট হাসপাতালে মৃত্যু হয়। লালবাজার সূত্রে খবর, সেই ঘটনার হস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন দুই প্রাক্তনী নাসিম ও হিমাংশু। বর্তমান পড়ুয়া সতব্রত্য অবশ্য হস্টেলেই ছিলেন। এদিন নোটিশ পাঠিয়ে ৩ জনকেই ডেকে পাঠানো হয় যাদবপুর। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় তাঁদের।  

কেন? লালবাজার সূ্ত্রে খবর, শুরু থেকে একেবারে শেষপর্যন্ত। ঘটনার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ১০৪ নম্বর রুমে উপস্থিত ছিলেন নাসিম, হিমাংশু ও আখতার। শুধু তাই নয়, ঘটনার আগে ডিন অফ স্টুডেন্টকে ফোনও করেছিলেন সত্যব্রত। তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে যে ৯ জনকে গ্রেফতার করা হয়, তাঁদের জেরা করেই ওই ৩ জনের নাম জানতে পারেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: JU Student Death: যাদবপুরের মৃত পড়ুয়া রাজনৈতিক লড়াইয়ের ‘বোড়ে’? চিঠিতে মিলল সূত্র!

এদিন রানাঘাটে গিয়ে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। পরিবারকে বিরোধী দলনেতার পরামর্শ, ‘আদালতের নজরদারিতে যাতে তদন্ত হয়, তারজন্য বিচারব্যবস্থার সাহায্য নিন। যদি মমতা মনিটরিং হয়, তাহলে এর ফল হবে জিরো’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version