কলকাতায় পাক গুপ্তচর! এক ব্যক্তির গ্রেফতারির ঘটনায় ফের একবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৫ অগাস্ট শুক্রবার ভক্ত বংশী ঝা নামে বছর ছত্রিশের ওই যুবকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। দেশবিরোধী কার্যকলাপে সরাসরি যুক্ত থাকার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দিল্লির এক কুরিয়র সংস্থার কাজ করতেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। দেশের গোপন তথ্য ছবি, ভিডিয়ো ও অনলাইন চ্যাটের মাধ্যমে সে শত্রু দেশের হাতে তুলে দিয়েছে, STF-র প্রাথমিক তদন্ত এমনটাই উঠে এসেছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি পাকিস্তানের হাতে গোপন তথ্য পাচার করত বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। ধৃত ব্যক্তি কী কী তথ্য পাচার করেছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Assam News : বন্যপ্রাণী পাচার আভিযানে বড় সাফল্য, অসমে গণ্ডারের খড়্গসহ ধৃত ৫
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় মার্কিন দূতাবাসের সামনে থেকে এক পাকিস্তানি মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আটক করা হয়। চলতি মাসের শুরুতেই ওই মহিলাকে কলকাতার মার্কিন দূতাবাসের সঙ্গে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তারপরই তাঁকে আটক করা হয়। স্পেশাল টাস্ক ফোর্স ও স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর বছর কুড়ির ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পেশায় একজন বিউটিশিয়ান ও তাঁর স্বামী স্থানীয় বাসিন্দা। ওই পাকিস্তানি মহিলার ভিসা ২০২৪ সাল অবধি বৈধ বলেও জানতে পারেন তদন্তকারীরা।

Jadavpur University News : নগ্ন করে হাঁটানো হয়, যাদবপুরের ঘটনা ‘বিরলতম’! আদালতে চাঞ্চল্যকর দাবি
সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে পাক নাগরিকদের নিয়োগের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। ওই পাক নাগরিকরা ব্যারাকপুরের সেনা ছাউনিতে কর্মরত বলে দাবি করা। সেই মামলায় উষ্মাপ্রকাশ করে কলকাতা হাইকোর্ট। ঘটনার তদন্তভার প্রথম সিআইডির হাতে থাকলেও পরবর্তীকালে সিবিআইকে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Justice Abhijit Ganguly : প্রাথমিক শিক্ষক পোস্টিং সংক্রান্ত মামলা : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
প্রাথমিক তদন্তের পর কলকাতা হাইকোর্টে সিবিআই জানায়, সেনবাহিনীতে কোনও পাক নাগরিক নিয়োগের হদিস পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় বাহিনীতে এই ধরনে কোনও নিয়োগ হলেও হতে পারে বলে জানায় সিবিআই। এমনকী এই ঘটনায় প্রভাবশালী রাজনীতিক ও প্রশাসনের একাংশের জড়িত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তদন্তকারী সিবিআই আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version