আন্তর্জাতিক মহিলা পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুর্গাপুরে গ্রেফতার করা হল তিনজনকে। উদ্ধার করা হয়েছে এক বাংলাদেশি নাবালিকাকেও। দুর্গাপুর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে সোমবার রাতে। কাদারোড যৌনপল্লি থেকে উদ্ধার হয়েছে এক বাংলাদেশি নাবালিকা। রবিবার রাতে যৌনপল্লিতে ওই নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুর্বারের প্রতিনিধিরা। মেয়েটির কথায় অসঙ্গতি ছিল। সঙ্গে কোনও পরিচয়পত্র না থাকায় মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ।

Durgapur News : জমি খালি করার নোটিশ DSP-র! বন্ধের মুখে ৫০ বছরের যৌনপল্লী, দিশেহারা যৌনকর্মীরা
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কোনও নারী পাচার চক্রের খপ্পরে পড়েছিল ওই নাবালিকা। চাকরি দেওয়ার নাম করে তাঁকে নিয়ে আসা হয় বাংলাদেশ থেকে। চক্রের লোকেরা নাবালিকাকে কাদারোড যৌনপল্লিতে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা বাংলাদেশের বাসিন্দা। বয়স আনুমানিক ১৬ বছর। কাজ পাইয়ে দেবে বলে নাবালিকাকে নিয়ে আসা হয়েছিল কাদারোড যৌনপল্লিতে। রবিবার রাতে পল্লিতে নাবালিকাকে ঘুরতে দেখে সেখানকার মহিলারা দুর্বারের প্রতিনিধিদের খবর দেন।

Kolkata Police Pakistani Spy : কলকাতায় পাকিস্তানি ‘স্পাই’! গ্রেফতার বিহারের বাসিন্দা, STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
নাবালিকাকে নিয়ে যাওয়া হয় দুর্বারের দুর্গাপুর শাখার দফতরে। সেখানে মেয়েটির পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। মেয়েটি কোনও পরিচয়পত্র দেখাতে পারে নি। মেয়েটি জানায় তাঁর বাড়ি বাংলাদেশে। এরপর দুর্বারের প্রতিনিধিরা স্থানীয় ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন মেয়েটিকে। খবর পেয়ে দুর্গাপুর থানার OC সহ অনান্য পুলিশ আধিকারিকরা ফাঁড়িতে আসেন। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পর এক মহিলা সহ যুবককে আটক করে পুলিশ। সোমবার সকাল থেকে ওই যুবক ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Manipur News : ‘যৌন নির্যাতন করলে এই পরিণতি হবে’, মণিপুরে যুবককে হত্যার দায় স্বীকার বিচ্ছিন্নতাবাদীদের
এর পিছনে কারা রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্বারের দুর্গাপুর শাখার সম্পাদক রানি রায় বলেন, ‘নাবালিকাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। বাংলাদেশ থেকে কোনও দালালের পাল্লায় পড়ে এই দেশে চলে এসেছে। পুলিশকে বলব এইসব দালালদের উপযুক্ত শাস্তি দিতে। আর নাবালিকা যাতে নিজের বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করে দিক। এরকম এর আগেও এখানে হয়েছে। তাই পুলিশের উচিৎ এই দালালরাজ ভেঙে দেওয়া। এই দালালদের কারণে অনেক ক্ষতি হয় মেয়েদের’।

Siliguri News Today : যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবক
আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘একজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। আর যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদেরকে জেরা করে এই পাচারচক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version