এই সময়, ভাঙড়: ছানি অপারেশন থেকে শুরু করে চোখের যাবতীয় চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ বার ব্লক স্তরের বাসিন্দারা যাতে মহকুমা বা জেলাস্তরের চক্ষু সংক্রান্ত পরিষেবা পেতে পারেন সে জন্য জিরানগাছা ব্লক হাসপাতালে চালু হলো স্যাটেলাইট ওটি। যে ওটিতে চোখের অপারেশন করবেন জেলা ও মহকুমাস্তরের চিকিৎসকরা। তাঁরা অপারেশন করে চলে যাওয়ার পর রোগীদের দেখভাল করবেন সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স বা আশাকর্মীরা। ৯ লাখ টাকা ব্যয়ে এমনই স্যাটেলাইট চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন হলো ভাঙর-২ ব্লকের জিরানগাছা গ্রামীণ হাসপাতালে।

Bankura Medical College : ডাক্তার দেখাতে এবার বাঁকুড়া মেডিক্যালেও কিউআর কোড, ভিড় এড়াতে নতুন পদক্ষেপ
দক্ষিণ ২৪ পরগনার মধ্যে ভাঙড়ের জিরানগাছা ব্লক হাসপাতালে এই প্রথম এ ধরনের পদক্ষেপ করা হয়েছে। আপাতত রাজ্যের পাঁচটি হাসপাতালে চালু করা হয়েছে স্যাটেলাইট আই ওটি। শুক্রবার জিরানগাছা ব্লক হাসপাতালে চোখের এই অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন ভাঙড়-২ ব্লকের বিডিও কার্তিকচন্দ্র রায়। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক হিরণ্ময় বসু-সহ অন্যান্যরা।

Diarrhea Symptoms : হু হু করে বাড়ছে ডায়ারিয়া আক্রান্তের সংখ্যা, অস্বীকার জেলা প্রশাসনের
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালের মতো বড় হাসপাতালে চোখের ছানি-সহ বিভিন্ন ধরনের অপারেশন হয়। এ ছাড়াও চোখের অন্যান্য সমস্যা, লেন্স দেওয়া থেকে শুরু করে যাবতীয় চিকিৎসাও হয়। জিরানগাছা ব্লক হাসপাতালে স্যাটেলাইট চোখের অপারেশন থিয়েটার হওয়ার পর এ বার এই ব্লকেও চোখের যাবতীয় সমস্যা ও অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে হবে। হাসপাতাল সূত্র জানানো হয়েছে, চোখ অপারেশনের পুরো কন্ট্রোল থাকবে জেলা হাসপাতালে। স্যাটেলাইট কেন্দ্রটি থাকবে ব্লক হাসপাতালে।

Kolkata Hospital News : বাংলার হাসপাতালেও কৃত্তিম বুদ্ধিমত্তা! SSKM-এ অপারেশন করবে AI রোবট
এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, ‘এই প্রথম জেলার মধ্যে জিরানগাছা ব্লক হাসপাতালে স্যাটেলাইট আই ওটি চালু করা হয়েছে। শুক্রবার ওই হাসপাতালে সফল ভাবে চার জনের চোখের ছানি অপারেশন করা হয়। আমরা চেষ্টা করছি যাতে প্রতি সপ্তাহে ওখানে ব্লক এলাকার মানুষ ছাড়াও আশপাশের এলাকার মানুষের চোখের অপারেশন করা যায়।’ এখানে অপারেশনের আগে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে চোখের সার্জেন চলে আসবেন জিরানগাছায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version