রাত বা দিনের কোনও ফারাক নেই ওঁদের জীবনে। জন্মের পর থেকেই অন্ধকারেই কাটছে দিন। সমাজের সমস্ত খুশির আলো থেকেই ওরা ব্রাত্য। পথ চলতে চলতে একে অপরের সাহায্য নিতে হয়। ট্রেনে বাসে গান গেয়ে উপার্জন করে চলে জীবিকা। চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা হুগলি মুভমেন্ট ফর দা ভিজুয়ালিটি চ্যালেঞ্জের উপদেষ্টা রবি পাল। একসময় নিয়োগ দুর্নীতিতে জড়িত চুঁচুড়ার অয়ন শীলের ফ্ল্যাটের তালা খুলতে ডাক পড়েছিল এই রবির।

এবার সেই চাবিওয়ালা রবি পালের হাত ধরে এক অন্য রকম রাখি উৎসবের সাক্ষী থাকলেন দৃষ্টিহীন মানুষেরা। মনের দর্শনেই সার্থকতা পেল দৃষ্টিহীনদের রাখি বন্ধন। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ চলতি নবীন প্রবীণ পুলিশ সাধারণ মানুষকে তাঁরা আবদ্ধ করলেন রাখির বন্ধনে। ঘড়ির মোড়ে বসে চাবি তৈরি করা রবির পেশা। আর সময় পেলে মঞ্চে গান করে কিছু বাড়তি উপার্জন করেন।

Raksha Bandhan Wishes in Bengali : রাখিতে দিদিদের থেকে যে বার্তাগুলি পেলে ভীষণ খুশি হয় ভাইরা
সেই টাকায় দৃষ্টিহীনদের জন্য কাজ করেন। কখনও ক্রিকেট খেলা, কখনও বিভিন্ন উৎসবে সামিল করে তাঁদের না দেখতে পাওয়া ভুলিয়ে দেন। আবার তাদের রাখি তৈরি করতে উৎসাহ দেন। ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, কিন্তু এই পৃথিবীর আলোই দেখতে পারেননি এমন বহু মানুষ আছেন।

তাঁদের জন্য কর্নিয়া সংগ্রহ করে ‘আলোয় ফেরা’ সংগঠন। সেই সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে রবি আজ দৃষ্টিহীনদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। সকল ধর্মকে এক সুতোর বন্ধনে আবদ্ধ করতে একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।

Rakhi Muhurat 2023: অভিনব কারুকাজের ‘অরগ্যানিক রাখি’, নাম মাত্র দামে মিলছে কচুরিপানা দিয়ে তৈরি এই সৃষ্টি
সেই থেকেই চলে আসছে এই রাখি বন্ধন উৎসব। মঙ্গলবার সকালে চুঁচুড়া ঘড়ির মোড়ে রাখি বন্ধন উৎসবে সামিল হন বেশ কিছু দৃষ্টিহীন মানুষ। যাদের বেশির ভাগই ট্রেনে বাসে গান গেয়ে উপার্জন করেন। এই বিষয়ে দৃষ্টিহীন স্বপন মালিক বলেন, ‘রাখি বন্ধন হল সর্ব ধর্মের সমন্বয় সাধন। বন্ধুত্ব স্থাপন রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছে বলতে চাই আমাদের মতো পিছিয়ে পড়া মানুষদের কেউ যেন অবহেলা না করে।’

Rakhi Bandhan 2023 : সীমান্তে পালিত রাখি বন্ধন, ভাইদের মঙ্গল কামনায় বোনেরা
রবি পাল বলেন, ‘যারা দৃষ্টিহীন তাঁরা রাখি কী রকম হয় সেটা জানেন না। তাঁরা নিজেরাই রাখি তৈরি করেছেন। পথ চলতিদের হাতে রাখি পরিয়ে দিয়েছেন। আজকে অন্যের হাতে রাখি পরিয়ে তাঁরা আনন্দিত। এ এক অন্য ধরনের অনুভূতি।’ সকালে রাখি বন্ধনের পর দুপুরে মাংস ভাতের আয়োজন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version