প্রতারণায় এবার নতুন হাতিয়ার। এর আগে ব্যাঙ্ক প্রতারণা, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, ভুয়ো পুলিশ সেজে প্রতারণা কথা অনেক শোনা গিয়েছে। কিন্তু এবার ফুটবল একাডেমি নামে প্রায় এক বছর ধরে বিভিন্ন নাম বদলে প্রতারণার অভিযোগ। বড় বড় ফুটবল ক্লাবে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে পুরুলিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা,দার্জিলিং থেকে উত্তর চব্বিশ পরগনা, প্রতারণা জাল ছড়িয়েছে সর্বত্রই। লক্ষ লক্ষ টাকা তুলেছে এক ভুয়ো সংস্থা। কারও কাছে,৩০ হাজার ৪০ হাজার তো কারও কাছ থেকে ৭০-৭৫ হাজার, আবার কারও কাছ থেকে লাখ টাকা তোলার অভিযোগ। তারপরই আচমকাই পাততাড়ি গুটিয়ে বেপাত্তা ভুয়ো অ্যাকাডেমিটি।

অভিযোগ, এই একাডেমির সঙ্গে বেশ কিছু বড়সড় ব্যক্তিত্বের নাম জড়িয়ে। টাকা নেওয়া হত অ্যাকাডেমিতে থাকা খাওয়ার জন্য। আর এই একাডেমিতে যুক্ত হলে ISL, কলকাতা লিগের মতো বড় বড় টুর্নামেন্টে সুযোগ দেওয়ার প্রলোভন দেওয়া হত। কিন্তু যে ফোন নম্বরগুলি দেওয়া হয়েছিল সেগুলি অধিকাংসই এখন সুইচড অফ বলে অভিযোগ। আর যে নম্বরগুলিতে ফোন ধরা হচ্ছে, সেগুলি থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রতারিতদের। অবশেষে বেশকয়েকটি প্রতারিত পরিবার মঙ্গলবার বিকেলে বারাসত থানার দ্বারস্থ হল।

Bank Fraud Case : ব্যাঙ্ক লোনের নামেও টাকা গায়েব! বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ১০
লিখিত অভিযোগে প্রশিক্ষণরত ফুটবল প্লেয়ার ও তাঁদের অভিভাবকদের অভিযোগ, নামী দলে সুযোগ করিয়ে দেওয়া ও জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উঠতি খেলোয়াড়দের কারও কাছ থেকে ৪০ হাজার, কারও কাছ থেকে ৩০ হাজার টাকা, কারও কাছ থেকে ৬৫ হাজার টাকা বা আরও বেশি নেওয়া হয়েছিল। বারাসাত ও জেলার অন্যান্য জায়গার পাশাপাশি, আশপাশের জেলাগুলি থেকেও বেশকিছু ফুটবলার ওই কোচিং ক্যাম্পে ট্রেনিং নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু ঘনঘন বদলাতে থাকে কোচিং ক্যাম্পের নাম। আর তার মাধ্যমেই উঠতি ফুটবল খেলোয়ারদের কাছ থেকে নেওয়া হত হাজার হাজার টাকা।

Aadhar Fraud Case : আধার প্রতারণার ‘হাব’ রাজ্য! মোটা টাকা গায়েব করে কলকাতা পুলিশের জালে ২
এখনও পর্যন্ত ঠিক কতজন ফুটবলার প্রতারণার শিকার হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। অভিযোগকারীদের দাবি, জেলার প্রায় ৪০ থেকে ৫০টি পরিবারের সঙ্গে এই প্রতারণা হয়েছে। তবে গোটা রাজ্য ধরলে এই প্রতারণা সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে এখন কী হবে এই উঠতি খেলোয়াড়দের ভবিষ্যৎ, আদৌ কি ফেরত পাওয়া যাবে টাকা, এখন সেই চিন্তাতেই প্রতারিত ফুটবলার ও তাঁদের পরিবাররা।

প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version